গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
দু’দিনের সফরে চিনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। ভারত-আমেরিকা কূটনৈতিক টানাপড়েনের আবহে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তার মাঝে ভারতকে কাছে টানার চেষ্টা চালাচ্ছে চিন। বিভিন্ন সময়ে ভারত এবং চিনের শক্তিকে ব্যাখ্যা করতে ‘হাতি’ এবং ‘ড্রাগন’-এর উপমা ব্যবহার করেছে বেজিং। ঘটনাচক্রে, রাশিয়া থেকে যে দেশগুলি তেল কেনে, তার মধ্যে চিনও রয়েছে। এ আবহে জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে আজ।
মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কর্মসূচি থাকে। আজ বেলা ১১টা নাগাদ দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন নরেন্দ্র মোদী। যদিও, আজ প্রধানমন্ত্রী রয়েছেন চিন সফরে। তবে ‘মন কি বাত’ কর্মসূচিতে সম্প্রচারিত হয় মোদীর রেকর্ডিং বক্তৃতা। উৎসবের মরসুম শুরুর আগে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকেই নজর থাকবে আজ।
ইউএস ওপেনে আজ শুরু প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ়ের বিপক্ষে অবাছাই আর্থার রিনডারনেখ। খেলবেন সপ্তম বাছাই নোভাক জোকোভিচও। বিপক্ষে অবাছাই জান-লেনার্ড স্ট্রাফ। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কার সামনে অবাছাই ক্রিশ্চিনা বুকসা। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
এশিয়া কাপ হকিতে আজ আবার নামছে ভারত। এ বার বিপক্ষে জাপান। প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত সিংহের দল। তবে রক্ষণ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে ভারতের। খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আজ দলীপ ট্রফির দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচের শেষ দিনের খেলা। উত্তরাঞ্চলের বিরুদ্ধে কোণঠাসা পূর্বাঞ্চল। মহম্মদ শামি সফল হতে পারেননি। অন্য ম্যাচে উত্তরপূর্বাঞ্চলের বিরুদ্ধে চালকের আসনে মধ্যাঞ্চল। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা না-থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন লিভারপুল এবং রানার্স আর্সেনাল মুখোমুখি। দুই দলই প্রথম দু’টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। ভার্জিল ভ্যান ডিকের লিভারপুল কি জয়ের হ্যাটট্রিক করতে পারবে? না কি বুকায়ো সাকা-গ্যাব্রিয়েল জেসাসের আর্সেনাল বাজিমাৎ করবে? খেলা রাত ৯টা থেকে। তার আগে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির খেলা। তাদের সামনে ব্রাইটন। এই ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।