Coronavirus

দেশে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯০, তথ্য দিল স্বাস্থ্য মন্ত্রক

কোভিডের ব্রিটেন স্ট্রেনে আরও ৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে। আগে করোনার ওই স্ট্রেনে আক্রন্তের সংখ্যা ছিল ৮২।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৩:৫৮
Share:

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ১৮ হাজারের কিছু বেশি।

দেশে করোনার ব্রিটেন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯০। শনিবার এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। প্রসঙ্গত, ব্রিটেনে করোনার ওই নয়া স্ট্রেন প্রথম ধরা প়ড়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে। করোনার ওই নয়া স্ট্রেন আগের তুলনায় বেশি সংক্রামক বলেই ধারণা বিশেষজ্ঞদের।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮ হাজারের সামান্য বেশি। তার মধ্যে কোভিডের ব্রিটেন স্ট্রেনে আরও ৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে। আগে করোনার ওই স্ট্রেনে আক্রন্তের সংখ্যা ছিল ৮২।

ব্রিটেনে করোনার নয়া স্ট্রেনে সংক্রমিতের সংখ্যা হু হু করে বাড়ছে। তার জেরে ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যদিও তা সম্প্রতি শুরু হয়েছে। ইতিমধ্যে দেশে অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি টিকায় সবুজ সঙ্কেত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। সারা দেশ জুড়ে করোনার টিকা পৌঁছে দেওয়ার মহড়াও সারা হয়ে গিয়েছে। তার মধ্যে এই নয়া স্ট্রেন চিন্তা বাড়াচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ভারতে তৈরি দু’টি ভ্যাকসিন মানবজাতিকে রক্ষা করতে পারে, দাবি মোদীর

আরও পড়ুন: ট্রাম্প দ্রুত পদত্যাগ না করলে শুরু ইমপিচের প্রক্রিয়া, হুঙ্কার পেলোসির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement