প্রশিক্ষণ স্থগিত সব রিটার্নিং অফিসারের

সোমবারেই দিল্লিতে লোকসভা নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন শনিবার জানায়, সেই কর্মসূচি স্থগিত রাখতে হবে। প্রশিক্ষণ কবে হবে, কমিশন নতুন সূচি ঠিক করে জানাবে। এমনই তথ্য এসে পৌঁছছে সিইও বা রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০৫:২৩
Share:

দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর।—ফাইল চিত্র।

অধিকাংশ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়নি। অনেক ক্ষেত্রেই চূড়ান্ত তালিকার কাজ চলছে। এই অবস্থায় লোকসভা ভোটের জন্য রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ আর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

Advertisement

সোমবারেই দিল্লিতে লোকসভা নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন শনিবার জানায়, সেই কর্মসূচি স্থগিত রাখতে হবে। প্রশিক্ষণ কবে হবে, কমিশন নতুন সূচি ঠিক করে জানাবে। এমনই তথ্য এসে পৌঁছছে সিইও বা রাজ্য মুখ্য নির্বাচনী অফিসারের দফতরে।

রিটার্নিং অফিসার প্রশিক্ষণ আর পরীক্ষা স্থগিত রাখা হল কেন? কমিশন সূত্রের খবর, বেশির ভাগ রাজ্যে এখনও নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। আগামী সপ্তাহে অনেক রাজ্যে সেই তালিকা প্রকাশ করার কথা। জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারিতেও অনেক রাজ্যে ভোটার তালিকা প্রকাশ করা হবে। এখনও পর্যন্ত মাত্র কয়েকটি রাজ্যে তালিকা প্রকাশিত হয়েছে। ভোটার তালিকায় নাম সংযোজন বা বিয়োজনে জেলাশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বেশির ভাগ রাজ্যেই চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ এখনও চলছে। লোকসভা নির্বাচন হবে সেই তালিকা ধরেই। তবে তালিকা প্রকাশের পরেও সংযোজনের কাজ চলবে ভোটের কিছু দিন আগে পর্যন্ত। আগামী সোমবার পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। ভোটার তালিকা তৈরির জন্যই রিটার্নিং অফিসারদের পরীক্ষা পর্ব স্থগিত রাখা হয়েছে বলে কমিশন সূত্রের খবর।

Advertisement

এক কমিশন-কর্তা বলেন, ‘‘বেশির ভাগ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়নি। তাই রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে।’’ রিটার্নিং অফিসার হন জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকেরা। ভোটার তালিকা সংযোজন-বিয়োজনে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার নেটওয়ার্ক (ইআরও-নেট) নামে একটি ওয়েব-বেসড পোর্টাল ব্যবহার করেছে কমিশন। সেই পদ্ধতির জন্যও তালিকা প্রকাশে দেরি বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন