Andhra Pradesh Murder

ধার নিয়ে শোধ দিতে পারেননি শ্রমিক দম্পতি, শিশুসন্তানকে ‘বন্ধক’ রেখে পরে খুনই করে ফেললেন অন্ধ্রের খামারমালিক

পুলিশ সূত্রে খবর, এক আদিবাসী পরিবার তিরুপতির ওই খামারেই কাজ করতেন। তাঁর তিন সন্তানও কাজ করত। হাড়ভাঙা খাটুনির কারণে মালিকের কাছে তাঁরা জানান যে, আর কাজ করতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:২৬
Share:

মাটি খুঁড়ে শিশুটির দেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: সংগৃহীত।

খামারমালিকের কাছ থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এক শ্রমিক দম্পতি। সেই টাকা শোধ করতে না পারায় তাঁদের এক শিশুপুত্রকে ‘বন্ধক’ রাখতে বাধ্য করান খামারমালিক। সময়ের মধ্যে সেই টাকা শোধ করতে না পারায় শিশুটিকে খুন করেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে খামারমালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের তিরুপতির।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এক আদিবাসী পরিবার তিরুপতির ওই খামারেই কাজ করতেন। তাঁর তিন সন্তানও কাজ করত। হাড়ভাঙা খাটুনির কারণে মালিকের কাছে তাঁরা জানান যে, আর কাজ করতে পারবেন না। তখন মালিক জানান, এ ভাবে কাজ ছেড়ে চলে যাওয়া যাবে না। ঋণের না শোধ না করতে পারলে যেতে দেওয়া হবে না। ওই দম্পতি জানান, তাঁরা টাকা শোধ করে দেবেন। কিন্তু খামারমালিক রাজি হননি। অভিযোগ, তাঁদের হুমকি দেন, যদি যেতে হয়, তা হলে সুদসমেত ৪৫ হাজার টাকা দিতে হবে। কিন্তু তাঁরা কাকুতিমিনতি করেন। তাতে বরফ গলেনি। শেষে একটি শর্তে তাঁদের ছাড়তে রাজি হন খামারমালিক।

অভিযোগ, খামারমালিক শর্ত দেন, বন্ধক হিসাবে তাঁর এক সন্তানকে রেখে যেতে হবে। দরিদ্র পরিবারের কাছে আর কোনও উপায় ছিল না। খামারমালিকের সেই শর্তে রাজি হয়ে যান। কিছু দিন পর টাকা জোগাড় করে ফিরে আসেন তাঁরা। খামারমালিকের হাতে টাকা তুলে দিয়ে তাঁদের সন্তানকে ফেরত চান। কিন্তু খামারমালিক তখন দাবি করেন, তাঁদের পুত্র পালিয়ে গিয়েছে। তাতে সন্দেহ হয় ওই পরিবারের। তারা জোরাজুরি করলে খামারমালিক দাবি করেন, জন্ডিস হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু হাসপাতাল থেকে পালিয়ে যায়। খামারমালিকের কথায় সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হয় শ্রমিক পরিবার। তাঁদের অভিযোগের ভিত্তিতে খামারমালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন তিনি স্বীকার করেন, জন্ডিসের কারণে ছেলেটির মৃত্যু হয়েছে। কিন্তু পরিবারকে না জানিয়েই তাঁর দেহ পুঁতে দেওয়া হয়েছে। তবে পরিবারের অভিযোগ, তাদের সন্তানকে খুন করা হয়েছে। তামিলনাড়ুর কাঞ্চিপুরম থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। শিশুটিকে খুনের অভিযোগে খামারমালিককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement