Political news

জাতীয় দলের স্বীকৃতি পেল তৃণমূল কংগ্রেস

নয়া পালক যোগ হল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে। শুক্রবার তাঁর দল তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিল নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৪
Share:

নয়া পালক যোগ হল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে। শুক্রবার তাঁর দল তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের স্বীকৃতি দিল নির্বাচন কমিশন।

Advertisement

কমিশন সূত্রে খবর, জাতীয় দল হিসেবে স্বীকৃতি অর্জনের যে শর্তগুলি থাকে, তার একটি পূরণ করেছে তৃণমূল কংগ্রেস। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, কোনও দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেতে হলে ১৯৬৮ সালের নির্বাচনী চিহ্ন নির্দেশে উল্লিখিত শর্ত পূরণ করতে হয়। যেটি হল, অন্তত চার রাজ্যে স্বীকৃত রাজনৈতিক দলের মর্যাদা পেতে হয়।

আরও পড়ুন: ন্যানো পেয়ে লাভ গুজরাতের, মত হিমন্তের

Advertisement

কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও মণিপুর, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশেও তৃণমূল স্বীকৃত দলের মর্যাদা পেয়েছে। তাই, জাতীয় দলের মর্যাদা পাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসকে নিয়ে বর্তমানে দেশে জাতীয় দলের সংখ্যা দাঁড়াল সাতে। এই তালিকার বাকি দলগুলি হল কংগ্রেস, বিজেপি, বিএসপি, সিপিআই, সিপিএম এবং এনসিপি। জাতীয় দলের মর্যাদাপ্রাপ্ত দলের অনেক সুবিধা আছে বলে মনে করে রাজনৈতিক মহল। প্রথমত, কোনও জাতীয় দলের চিহ্ন দেশের অন্য কোনও প্রান্তে অন্য দল ব্যবহার করতে পারবে না।

দ্বিতীয়ত, দলীয় দফতর তৈরির জন্য সরকারের থেকে জমি বা বাড়ি পেয়ে থাকে জাতীয় দলগুলি। তৃতীয়ত, নির্বাচনের সময় জাতীয় দল সর্বাধিক ৪০ জন তারকাকে প্রচারের কাজে আনতে পারবে, যেখানে অন্য দলের ক্ষেত্রে সেই সীমা ২০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন