UEFA Champions League

ডর্টমুন্ড ফাইনালে, রিয়াল সতর্ক বায়ার্নকে নিয়ে

দ্বিতীয় পর্বে ঘরের মাঠেও কিলিয়ান এমবাপেদের প্যারিস সঁ জঁরম জিততে পারল না। উল্টে ম্যাটস হুমেলস ৫০ মিনিটে গোল করে পিএসজি-র লড়াইয়ে ফেরার আশায় জল ঢেলে দেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০২৪ ০৮:২৭
Share:

মধ্যমণি: হুমেলসকে নিয়ে উৎসব সতীর্থদের। মঙ্গলবার।  ছবি: রয়টার্স।

সেমিফাইনালের প্রথম পর্বে ১-০ গোলে এগিয়ে ছিল বরুসিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় পর্বে ঘরের মাঠেও কিলিয়ান এমবাপেদের প্যারিস সঁ জঁরম জিততে পারল না। উল্টে ম্যাটস হুমেলস ৫০ মিনিটে গোল করে পিএসজি-র লড়াইয়ে ফেরার আশায় জল ঢেলে দেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যায় ডর্টমুন্ড।

এ দিকে, গত সপ্তাহে আলিয়াঞ্জ এরিনায় প্রথম পর্বের ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। আজ, বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি সাক্ষাতের আগে বায়ার্ন মিউনিখ সম্পর্কে ফুটবলারদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলোত্তি। তিনি মনে করেন, ঘরের মাঠে খেললেও বাড়তি কোনও সুবিধা পাবে না ইতিমধ্যে লা লিগায় চ্যাম্পিয়ন হয়ে যাওয়া রিয়াল। বরং কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে ভিনিসিয়াস জুনিয়রদের।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে আনচোলোত্তি বলেছেন, ‘‘সত্যি অস্বীকার করার উপায় নেই। প্রথম পর্বের ফল ২-২ হলেও আমাদের চেয়ে বায়ার্ন অনেক ভাল ফুটবল খেলেছিল। তাই ধরেই নিচ্ছি, বুধবার ওরা আরও সঙ্ঘবদ্ধ হয়ে আক্রমণ করবে আমাদের দলকে। ফলে আমি নিজের দলকে এগিয়ে রাখার সাহস দেখাচ্ছি না।’’ যোগ করেছেন, ‘‘তবে লা লিগা খেতাব নিশ্চিত হয়ে যাওয়ায় ফুটবলারদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে। ফলে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদও কাউকে ছেড়ে কথা বলবে না।’’

বায়ার্ন ম্যানেজার টমাস টুহল বলেছেন, ‘‘যে কেউ ফাইনালে উঠতে পারে। ঘরের মাঠে রিয়াল বরাবর বিপজ্জনক, তবে এমন ম্যাচ খেলার অভিজ্ঞতা বায়ার্নেরও রয়েছে। ফলে নিজেদের পিছিয়ে রাখতে পারছি না। নিখুঁত ফুটবল খেলতে হবে।’’

আজ চ্যাম্পিয়ন্স লিগে: রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ (রাত ১২.৩০ থেকে। সোনি টেন স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন