National

‘স্ত্রীকে খুনের চেয়ে তিন তালাক ভাল’

থাকুক তিন তালাক। স্ত্রীকে খুন করার চেয়ে তিন তালাক দিয়ে স্ত্রীর কাছ থেকে মুক্তি পাওয়া অনেক বেশি শ্রেয়। তাতে স্বামী, স্ত্রী দু’জনেরই প্রাণ বাঁচে। আদালতের রায়ের অপেক্ষায় প্রহর গুনে সময়ের অপচয়ও ঘটায় না। শুক্রবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের তরফে এ কথা জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১৯
Share:

থাকুক তিন তালাক। স্ত্রীকে খুন করার চেয়ে তিন তালাক দিয়ে স্ত্রীর কাছ থেকে মুক্তি পাওয়া অনেক বেশি শ্রেয়। তাতে স্বামী, স্ত্রী দু’জনেরই প্রাণ বাঁচে। আদালতের রায়ের অপেক্ষায় প্রহর গুনে সময়ের অপচয়ও ঘটায় না। শুক্রবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের তরফে এ কথা জানানো হয়েছে।

Advertisement

তিন তালাক প্রথা সংবিধানে দেওয়া মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে, এই যুক্তিতে ওই প্রথা বাতিলের আর্জি জানিয়ে ২৯ জুলাই শীর্ষ আদালতে একটি পিটিশন করেছিলেন ইশরাত জাহান নামে এক মহিলা। কোনও রায় বা পর্যবেক্ষণের পথে না গিয়ে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে প্রকাশ্য বিতর্কের পরামর্শ দিয়েছে। তারই প্রেক্ষিতে মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘সমাজ সংস্কারের নামে পার্সোনাল ল’কে নতুন ভাবে বানানো যায় না। তা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারকে সংকুচিত করছে, এই যুক্তিতে পার্সোনাল ল’কে চ্যালেঞ্জ করাও সমীচিন নয়।’’

কেন মুসলিম পার্সোনাল ল’ বোর্ড চাইছে তিন তালাক প্রথা বহাল থাকুক?

Advertisement

ল’ বোর্ডের বক্তব্য, ‘‘দেখা গিয়েছে কোনও দাম্পত্যে বড় রকমের চিড় ধরলে যখন স্বামী তাঁর স্ত্রীর কাছ থেকে নিস্তার পেতে চাইছেন, তখন আইনি বাধ্যবাধকতা আর বিবাহ বিচ্ছেদের মামলার দীর্ঘসূত্রিতায় তিতিবিরক্ত স্বামী স্ত্রীকে খুন করার মতো আরও অনৈতিক পথ অবলম্বন করছেন। এই পরিস্থিতিতে তিন তালাক প্রথা অনেক ভাল। তাতে দু’জনেরই প্রাণ বাঁচে। পুরুষ যেমন তালাক দিতে পারেন, তেমনই মহিলারাও খুলা দিয়ে দাম্পত্য সম্পর্ক ভাঙতে পারেন, এমন বিধানও রয়েছে মুসলিম পার্সোনাল ল’-এ। তাই কোনও ভাবেই তা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারকে সংকুচিত করে না।’’

মুসলিম পুরুষদের বহুবিবাহের প্রথাকে সমর্থন করে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড বলেছে, ‘‘ওই অধিকার মুসলিম পুরুষকে তাঁর ভোগলিপ্সা চরিতার্থ করতে দেওয়া হয়নি। সামাজিক প্রয়োজন, কূল-রক্ষার জন্যই ওই অধিকার রয়েছে পার্সোনাল ল’-এ।’’

সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বক্তব্যও জানতে চেয়েছে।

আরও পড়ুন- বিশ্বকে বার্তা দিতেই রোমে মোদীর দল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন