Haryana Violence

নুহ হিংসায় জড়িত দু’জন ধৃত

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, গত ৩১ জুলাই-এর নুহ হিংসার পরিকল্পনা ও উস্কানিতে যুক্ত দুই ব্যক্তি নুহ থেকে তাবদুর পথে রওনা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ০৭:৩২
Share:

—প্রতীকী ছবি।

হরিয়ানার নুহে হিংসার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেফতার করল হরিয়ানা পুলিশের গোয়েন্দা দফতর। ধৃত দুই ব্যক্তির নাম সইকুল ও মুনসেদ। গ্রেফতারির আগে অবশ্য রাজ্য পুলিশের সঙ্গে স‌ংঘাতে আহত হয়েছে মুনসেদ। পায়ে গুলি লাগায় আপাতত হাসপাতালে রাখা হয়েছে তাকে।

পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, গত ৩১ জুলাই-এর নুহ হিংসার পরিকল্পনা ও উস্কানিতে যুক্ত দুই ব্যক্তি নুহ থেকে তাবদুর পথে রওনা হয়েছে। সঙ্গে সঙ্গেই তাবদুর উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল। কিছু ক্ষণ তল্লাশির পরে সেখানকার সিলখো অঞ্চলে দু’জনকেই খুঁজে পাওয়া যায়। একটি মোটরবাইকে করে পালানোর চেষ্টা করছিল তারা।

পুলিশের দাবি, তাদের গাড়ি দেখেই এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে দু’জন। পাল্টা গুলি চালানো হয় পুলিশের তরফেও। এক ঘণ্টার এই সংঘর্ষে ঘটনাস্থলেই আহত হয় মুনসেদ। তাদের থেকে একটি দেশি পিস্তল, কার্তুজ ও বাইক আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন