পদপিষ্ট হয়ে মৃত ২

বিএসপি নেত্রী মায়াবতীর সভায় পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন তিন জন। আহত অন্তত ১২ জন।

Advertisement
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৬ ০২:০৪
Share:

বিএসপি নেত্রী মায়াবতীর সভায় পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন তিন জন। আহত অন্তত ১২ জন। সূত্রের খবর, রবিবার লখনউয়ের কাঁসিরাম স্মারক ময়দানে মায়াবতীর সভা চলছিল। সেখানেই দলের প্রতিষ্ঠাতা কাঁসিরামের দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জড়ো হয়েছিলেন বিএসপি-র কর্মী-সমর্থকরা। বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে বলে গুজব রটে যাওয়ায় একটি ফটকের সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামছিলেন জমায়েতে আসা কর্মী-সমর্থকেরা। তখন আচমকাই একে অন্যের উপর পড়ে যান তাঁরা। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। দলের এক মুখপাত্র জানিয়েছেন, গুজব রটে যাওয়ায় এই বিপত্তি। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কথা বলেন উত্তরপ্রদেশের ডিজিপি জাভিদ আহমেদের সঙ্গে কথা বলেন। সোমবারই উত্তরপ্রদেশ যাচ্ছেন রাজনাথ। মঙ্গলবার রামলীলার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীরও ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন