Indians Arrested in USA

১৩৬ কেজি কোকেন-সহ আমেরিকায় ধৃত দুই ভারতীয় ট্রাকচালক! ট্রাম্প প্রশাসনের দাবি, মৃত্যু হতে পারত এক লক্ষ মানুষের

ডিএইচএস সূত্রে জানানো হয়েছে, গত ৪ জানুয়ারি গুরপ্রীত সিংহ এবং জসবীর সিংহ নামে দুই ভারতীয়কে ইন্ডিয়ানার পুটনাম কাউন্টি থেকে মাদক-সহ গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৫:৫২
Share:

গ্রেফতার হওয়া দুই ভারতীয় ট্রাকচালক। ছবি: সংগৃহীত।

১৩৬ কেজি কোকেন-সহ গ্রেফতার হলেন দুই ভারতীয় ট্রাকচালক। আমেরিকার ইন্ডিয়ানাতে গ্রেফতার করা হয়েছে এই দু’জনকে। সে দেশের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এক বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে। একটি ট্রাকে করে সেই মাদক পাচার করা হচ্ছিল বলে ডিএইচএস সূত্রে জানানো হয়েছে। তল্লাশির সময় ওই ট্রাক থেকে ১৩৬ কেজি মাদক উদ্ধার হয়েছে।

Advertisement

ডিএইচএস সূত্রে জানানো হয়েছে, গত ৪ জানুয়ারি গুরপ্রীত সিংহ এবং জসবীর সিংহ নামে দুই ভারতীয়কে ইন্ডিয়ানার পুটনাম কাউন্টি থেকে মাদক-সহ গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তাতে এক লক্ষ ১৩ হাজারের বেশি আমেরিকাবাসীর মৃত্যু হতে পারত। ধৃতদের কাছ থেকে ক্যালিফর্নিয়ার ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছেন।

ডিএইচএস সূত্রে জানানো হয়েছে,২০২৩ সালের ১১ মার্চ অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন গুরপ্রীত। তার পর গ্রেফতারও হন। তবে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় তাঁকে মুক্তি দেওয়া হয়। ডিএইচএস জানিয়েছে, গুরপ্রীত নিজেও স্বীকার করেছেন যে, আমেরিকায় অবৈধ ভাবে প্রবেশ করেছিলেন তনি। অন্য দিকে, ২০১৭ সালে আমেরিকায় অনুপ্রবেশ করেন জসবীর। ক্যালিফোর্নিয়ায় গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে তাঁকেও মুক্তি দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে কোথা থেকে এই মাদক আনা হচ্ছিল এবং পাচার করা হচ্ছিল কোথায়। ঘটনাচক্রে, ক্ষমতায় আসার পরেই মাদকসন্ত্রাস নিয়ে সরব হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার বারই তিনি অভিযোগ তুলেছেন যে, আমেরিকায় মাদকসন্ত্রাস চালাচ্ছে মেক্সিকো, কলম্বিয়া এবং ভেনেজ়ুয়েলার মতো কয়েকটি দেশ। সেই অভিযোগেই গত শনিবার ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে আসে মার্কিনবাহিনী। যে ঘটনা ঘিরে উত্তাল গোটা বিশ্ব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement