১৫৫ এমএম আর্টিলারি গান এম-৭৭৭ ওজনে হালকা। আকাশপথে দ্রুত পৌঁছে দেওয়া যায় যে কোনও প্রান্তে। ২৪ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরবর্তী স্থানে ভারী গোলাবর্ষণ করতে পারে এই কামান। ছবি: সংগৃহীত।
বফর্সের তিন দশক পরে ফের ভারতীয় সেনার হাতে দূরপাল্লার কামান। আমেরিকা থেকে দু’টি এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইৎজার আজ দিল্লি এসে পৌঁছেছে। রাজস্থানের পোখরানে এগুলির শক্তি পরীক্ষা করে দেখা হবে। তার পরে এগুলিকে বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। গত বছর নভেম্বরে আমেরিকার থেকে এই ধরনের ১৪৫টি কামান কেনার জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার চুক্তি সই করেছে ভারত। মূলত ভারত-চিন সীমান্তে এই কামানগুলি মোতায়েন করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।
বফর্স কামান কেনায় ঘুষ নেওয়ার অভিযোগে ১৯৮০-র দশকের শেষ দিকে এ দেশের রাজনীতিতে তুলকালাম শুরু হয়। ওই ঘটনার পরে দীর্ঘ তিন দশক এই ধরনের কোনও কামান হাতে পায়নি সেনা। প্রাথমিক ভাবে সেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ১৫৫ মিলিমিটার রেঞ্জের এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইৎজারের পাল্লা ৩০ কিলোমিটার। তুলনায় হাল্কা এই কামানগুলি হেলিকপ্টারে চাপিয়ে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সম্ভব। প্রাথমিক ভাবে আমেরিকা থেকে ২৫টি কামান আসবে। এ দেশেই মাহিন্দ্রা ডিফেন্স-এর সঙ্গে হাত মিলিয়ে যন্ত্রাংশ জুড়ে বাকিগুলি তৈরি করবে কামানটির নির্মাতা সংস্থা বিএই সিস্টেমস।