Death

Helicopter Crash: অবতরণের সময়ে হেলিকপ্টারে আগুন, ঘটনাস্থলেই মৃত দুই পাইলট

অনুশীলন শেষে হেলিকপ্টারটি অবতরণ করছিল। সেই সময় হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের।

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ১৩ মে ২০২২ ০২:৩০
Share:

দুর্ঘটনাগ্রস্থ হেলিকপ্টার। ছবি পিটিআই।

হেলিকপ্টার অবতরণ করাতে গিয়ে দুর্ঘটনা। আর তাতেই প্রাণ গেল দুই পাইলটের। বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্তীসগঢ়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

বিমানবন্দরেই হেলিকপ্টারটি নিয়ে অনুশীলন করছিলেন দুই পাইলট। অনুশীলন শেষে হেলিকপ্টারটিকে অবতরণ করানোর সময় হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই পাইলটের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পাণ্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। হেলিকপ্টারটিতে আর কোনও যাত্রী ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। ছত্তীসগঢ় সরকার এবং ডিজিসিএ— আলাদা আলাদা ভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন। মৃত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন