Maharashtra

‘স্টান্ট’ দেখাতে গিয়ে অতল খাদে দুই মদ্যপ যুবক, ভিডিও তুললেন বন্ধুরা

পুলিশের কাছে গিয়ে ইমরান ও প্রতাপের নিখোঁজ হওয়ার কথা জানায় বাকি বন্ধুরা। স্থানীয় লোকজন এবং দোকানদারদের জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার কথা জানতে পারে পুলিশ। ধানাওয়াড়ে জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হয় এই ঘটনার এক দিন পরে। ভিডিও দেখেই গোটা বিষয়টি সামনে আসে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৫:৪০
Share:

এইভাবেই ‘স্টান্ট’ দেখাতে গিয়ে খাদে পড়ে যায় দুই যুবক। ছবি: সংগৃহীত।

মদ্যপ অবস্থায় বন্ধুদের ‘স্টান্ট’ দেখাতে গিয়ে দু’হাজার ফুট গভীর খাদে পড়ে প্রাণ হারালেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে গত সোমবার মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার আম্বোলি ঘাটে। ওই ভয়ঙ্কর মুহূর্তটি ভিডিওবন্দি করেন ওই দুই যুবকের বন্ধুরা। ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৃষ্টির কারণে ওই দুই যুবকের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সাওয়ান্তবাড়ি থানার পুলিশের শীর্ষ আধিকারিক সুনীল ধানাওয়াড়ে।

Advertisement

আরও পড়ুন: চালকের চোখে ঘুম, দুর্ঘটনায় রেল

পুলিশ জানিয়েছে, নিহত ওই দুই যুবক ইমরান গারাদি (২৬) এবং প্রতাপ রঠৌর (২১)। তাঁরা একটি পোলট্রি ফার্মের কর্মী। সাত বন্ধু মিলে ওই দিন জনপ্রিয় পিকনিক স্পট আম্বোলি ঘাটের কাওয়ালি সাদ পয়েন্টে গিয়েছিলেন। সেখানে কিছুটা সময় কাটিয়ে সঙ্গীরা চলে যেতে চাইলেও তাঁদের যেতে বারণ করেন ইমরান এবং প্রতাপ। বরং মদ্যপান করতে করতে খাদের ধারে রেলিংয়ের উপর উঠে বসেন দু’জনে। ফের নেমে এসে রেলিংয়ের উপর ঝুঁকে পড়ে ‘স্টান্ট’ দেখাতে শুরু করেন তাঁরা। তাদের সাবাশি দিতে দিতে পুরো ঘটনাটি ভিডিও করতে শুরু করেন বাকিরা। কিন্তু হঠাৎই পা পিছলে খাদে পড়ে যায় ইমরান ও প্রতাপ।

Advertisement

দেখুন সেই ভিডিও:

পুলিশের কাছে গিয়ে ইমরান ও প্রতাপের নিখোঁজ হওয়ার কথা জানায় বাকি বন্ধুরা। স্থানীয় লোকজন এবং দোকানদারদের জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার কথা জানতে পারে পুলিশ। ধানাওয়াড়ে জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হয় এই ঘটনার এক দিন পরে। ভিডিও দেখেই গোটা বিষয়টি সামনে আসে। পুলিশের এক আধিকারিকের কথায়, সেই সময় ইমরান ও প্রতাপকে ওই কাজ করতে নিষেধ না করে ভিডিও তোলা হচ্ছিল কেন, এই প্রশ্নেরও কোনও সদুত্তর দিতে পারেননি তাঁদের বন্ধুরা।

আরও পড়ুন: দিল্লিতে বাঙালি পরিচারিকাকে লাগাতার ধর্ষণ, পলাতক অভিযুক্ত ব্যবসায়ী

নিহতদের দেহ উদ্ধারের জন্য হিল রাইডার্স এবং সামিট অ্যাডভেঞ্চারস ট্রেকার দলের সাহায্য নেয় পুলিশ। ওই দলের সদস্যেরা জানিয়েছেন, উপত্যকার মধ্যে ওই দুই যুবকের দেহ পড়ে রয়েছে। কিন্তু ভারী বর্ষণের কারণে এখনও দেহ উদ্ধারের কাজ সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন