বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেল একই পরিবারের দুই মেয়ে। ঘটনাস্থল ত্রিপুরার দক্ষিণে সোনামুড়ার সোনাপুর এলাকা। দুই বোনকে উদ্ধার করতে গিয়ে বড় বোনও জলে তলিয়ে গিয়েছিল। প্রতিবেশীরা দেখতে পেয়ে তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকেরা ফারহানা আখতার (৬) ও খাদিজা আখতারকে মৃত বলে ঘোষণা করে। তাহমিনাকে (১০) সঙ্কটজনক অবস্থায় পরে আগরতলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।