তন্দুরি রুটি নিয়ে মারামারির জেরে উত্তরপ্রদেশে মৃত্যু দুই কিশোরের। —প্রতীকী চিত্র।
বিয়েবাড়িতে কে আগে তন্দুরি রুটি খাবে, তা নিয়ে বচসা দুই কিশোরের মধ্যে। বচসা গড়াল মারামারিতে। মারামারির জেরে মৃত্যু হল দু’জনেরই। উত্তরপ্রদেশের অমেঠী জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
গত শনিবার অমেঠীতে একটি বিয়েবাড়িতে আমন্ত্রিত হিসাবে হাজির হয়েছিল বছর সতেরোর দুই কিশোর রবি কুমার ওরফে কাল্লু এবং আশিস। খেতে বসার পর তাদের মধ্যে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, কে আগে তন্দুরি রুটি খাবে, তা নিয়ে বাদানুবাদ শুরু হয় দু’জনের মধ্যে। ঝগড়া গড়ায় মারামারিতে। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিসের। আর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়়ে রবি।
যাঁর মেয়ের বিয়ে উপলক্ষে খাওয়াদাওয়া চলছিল, সেই রামজীবন বর্মা বলেন, “আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম। হঠাৎ শুনলাম দুই কিশোর মারপিট করছে। সঙ্গে সঙ্গে দৌড়ে যাই। তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। একটা রুটির জন্য এত কিছু ঘটে গেল।’’ পুলিশের তরফে জানানো হয়েছে, দু’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।