Train Accident in Chhattisgarh

ধাক্কা লেগে মালগাড়ির উপরে উঠে পড়ল যাত্রিবাহী ট্রেনের কামরা! ছত্তীসগঢ়ের বিলাসপুরে অন্তত ছয় জনের মৃত্যু

যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষ! মঙ্গলবার বিকেলে ছত্তীসগঢ়ের বিলাসপুরে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৭:১৮
Share:

ছবি: সংগৃহীত।

যাত্রিবাহী ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষ! মঙ্গলবার বিকেলে ছত্তীসগঢ়ের বিলাসপুরে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। তবে রেলের তরফে এখনও হতাহতের কোনও তথ্য দেওয়া হয়নি। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Advertisement

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ গেবরা রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় যাত্রিবাহী ওই ট্রেনটি একই লাইনে চলে আসে। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে মালগাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রিবাহী ট্রেনটির একাংশ। দুমড়েমুচড়ে যায় ট্রেনের প্রথম কামরাটি।

বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিংহ আনন্দবাজার ডট কমকে বলেন, ‘‘ঘটনায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে দু’জন লোকো-পাইলটের। অন্তত দুই যাত্রী এখনও ভিতরে আটকে রয়েছেন। তাঁদের বার করার চেষ্টা চলছে। তবে তাঁদের জীবীত থাকার সম্ভাবনা প্রায় নেই।’’ কিছু কিছু সংবাদমাধ্যমের দাবি, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে ঘটনায় কত জন মারা গিয়েছেন, সে সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি রেল। একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস ভি বিলাসরাও।

Advertisement

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে ঠিক কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণে আপাতত পুরো রুট জুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বহু ট্রেন বাতিল হয়ে গিয়েছে। অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিছু দূরপাল্লার ট্রেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement