প্রতীকী ছবি।
ঝাড়খণ্ডের গিরিডিতে আদিবাসী দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। মঙ্গলবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটে হরালডির পির্টান্ড থানা এলাকায়। গ্রামের কাছেই একটি মেলা চলছিল। সেখানে গিয়েছিল দুই কিশোরী। মেলা দেখে একসঙ্গেই ফিরছিল তারা। তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। তাদের পথ আটকে দাঁড়ান পাঁচ-ছ’জন অজ্ঞাতপরিচয়। অভিযোগ, তার পর তাদের দু’জনকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়।
নির্যাতিতারা জানিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই তাদের মুখ চেপে ধরেন ওই অজ্ঞাতপরিচয়েরা। তার পর তাদের দু’জনকে কাছের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্তেরা। দুই কিশোরী বাড়ি ফিরে আসে। অভিভাবকদের বিষয়টি জানায়। এই খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় ওই গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হরালডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, দুই কিশোরীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুই কিশোরীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তাদের পরিবারের বয়ানের ভিত্তিতে একটি এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।