প্রতীকী ছবি।
স্বামীরা প্রতারণা করেছেন। এই অভিযোগ তুলে দুই মহিলা পরস্পরকে ‘বিয়ে’ করলেন। আর এই ঘটনাই শোরগোল ফেলে দিয়েছে উত্তরপ্রদেশে।
স্থানীয় সূত্রে খবর, এক মহিলা দিল্লিতে থাকেন। অন্য জন থাকেন উত্তরপ্রদেশের বদায়ুঁতে। কর্মসূত্রে তাঁদের দু’জনের পরিচয়। দিল্লির মহিলার অভিযোগ, স্বামী এবং শ্বশুরবাড়িতে নিয়মিত অত্যাচারিত হতেন। সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েও কোনও লাভ হয়নি। বরং বেড়েছে। অন্য দিকে, বদায়ুঁর মহিলার অভিযোগ, তাঁর স্বামীও প্রতারণা করেছেন। আর সেই সূত্র ধরেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
স্থানীয় এক সূত্রের দাবি, দুই মহিলা তার পর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। আইনজীবীর দ্বারস্থ হন দুই মহিলা। তাঁরা জানিয়েছেন, এই সম্পর্ক যদি তাঁদের পরিবার মেনে নেয় ভাল, তা না হলে তাঁরা একসঙ্গেই থাকবেন। দু’জনেরই অভিযোগ, স্বামীরা প্রতারণা করেছেন। আর সে কারণেই এই সিদ্ধান্ত তাঁদের। তাঁদের আইনজীবী জানিয়েছেন, দুই মহিলা এসেছিলেন, তাঁদের বিষয়টি জানান।
দুই মহিলার এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনাও শুরু হয়েছে। তবে সেই সবে পাত্তা দিতে নারাজ এই দুই মহিলা।