Love Affair

স্বামী তুমি কার? যুবককে কাছে পেতে রাস্তায় দুই মহিলার চুলোচুলি!

এক যুবককে নিয়ে দুই মহিলার মধ্যে গোলমালের সূত্রপাত। ওই যুবক কার স্বামী, এই নিয়েই ঝামেলা বাধে তাঁদের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ২০:৩৬
Share:

দুই মহিলার হাতাহাতির জেরে রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়েছিল। প্রতীকী ছবি।

এ যেন ‘এক ফুল দো মালি’! এক যুবককে নিয়ে দুই মহিলার চুলোচুলি। তা-ও আবার প্রকাশ্য রাস্তায়। দুই মহিলার মারপিটের জেরে যান চলাচল থমকে গেল। শনিবার রাতে এমন কাণ্ড ঘটেছে ওড়িশার কটক শহরে।

Advertisement

শনিবার গভীর রাতে কটকের ওএমপি এলাকায় রাস্তার মধ্যে হাতাহাতিতে জড়ান দুই মহিলা। প্রকাশ্য রাস্তায় দুই মহিলার হাতাহাতি দেখে থ হয়ে যান পথচলতি মানুষরা। এর জেরে রাস্তায় গাড়ি চলাচলও বিঘ্নিত হয়। দুই মহিলার মারপিটের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এক যুবককে নিয়েই ওই দুই মহিলার মধ্যে গোলমালের সূত্রপাত। ওই যুবকের স্ত্রী কে— এই নিয়েই তাঁদের মধ্যে বচসা বাধে। দুই মহিলার ঝগড়া দেখতে তত ক্ষণে চারপাশে ভিড় জমিয়েছিলেন পথচলতি মানুষরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement