নয়া দিল্লিতে উবের ক্যাব ধর্ষণ মামলায় অপরাধী ড্রাইভার শিব কুমার যাদবকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। কারাবাসের সঙ্গেই ২১ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে।
গত ২০ অক্টোবরই অভিযুক্ত যাদবকে নিগৃহীতাকে ধর্ষণের অভিযোগে দোষী সব্যস্ত করে ছিলেন অতিরিক্ত দায়রা বিচারক কাবেরী বাবেজা।
২০১৫-এর ৫ ডিসেম্বর রাতে গুরগাঁওয়ের অফিস থেকে ইন্দরলোকে বাড়ি ফেরার সময় একটি উবের ক্যাব ভাড়া করেছিলেন বছর ২৫-এর পেশায় ফিনান্স এক্সিকিউটিভ ওই যুবতী। গাড়ির মধ্যেই ওই যুবতীর গলা টিপে ধরে, খুনের হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করে ক্যাবটির ড্রাইভার শিব কুমার যাদব। নিগৃহীতাকে বেশ কয়েকবার চড়থাপ্পরও মারে সে। মেডিক্যাল পরীক্ষায় নির্যাতনের সব অভিযোগেরই প্রমাণ মিলেছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে হইচই পরে যায়। প্রশ্নের মুখে পড়ে উবেরের নিরাপত্তা ব্যবস্থা। জানা যায় অভিযুক্ত ড্রাইভারের নাম আগে থেকেই একাধিক মামলার সঙ্গে জড়িত। এর জেরে রাজধানীতে নিষিদ্ধ হয় উবারের পরিষেবা।
ঘটনার দু’দিন পরে মথুরা থেকে গ্রেফতার করা যাদবকে।
আজ সাজা ঘোষণার পর নিগৃহীতার বাবা দানিয়েছেন আদালতের সিদ্ধান্তে তাঁরা খুশি।