‘আড়াই বছর’ নিয়ে খাপ্পা উদ্ধব

কোথায় কী? উদ্ধব ঠাকরে এখনও দাবি করে চলেছেন, মুখ্যমন্ত্রী তাঁদেরই হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২২
Share:

উদ্ধব ঠাকরে এখনও দাবি করে চলেছেন, মুখ্যমন্ত্রী তাঁদেরই হবে। —ফাইল চিত্র।

উদ্ধব ঠাকরেকে পাশে নিয়ে জোট ঘোষণার সময়ে অমিত শাহ বলেছিলেন, ‘‘অতীতে তিক্ততা ছিল। কিন্তু এই মুহূর্তে সব মতবিরোধ মিটে গেল।’’

Advertisement

কিন্তু কোথায় কী? উদ্ধব ঠাকরে এখনও দাবি করে চলেছেন, মুখ্যমন্ত্রী তাঁদেরই হবে। তাঁর দলের সঞ্জয় রাউত বলছেন, ‘‘লোকসভায় বিজেপির আসনসংখ্যা কমে গেলে প্রধানমন্ত্রী কে হবেন তা এনডিএ-র শরিকেরা স্থির করবে।’’ শিবসেনার অন্য নেতারাও দাবি করছেন, রাহুল গাঁধী-প্রিয়ঙ্কা জুটির ধারেকাছে নেই মোদী।

তিক্ততা যদি মিটে গিয়েই থাকে তবে এমন মন্তব্য কেন? সেনা সূত্রের মতে, আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাবে খাপ্পা উদ্ধব। তাঁর পাখির চোখ মুখ্যমন্ত্রীর গদি। আর বিজেপি শুধু ভরসা দিয়েছে, আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর গদি ভাগাভাগি হবে। আজ মহারাষ্ট্রে বিজেপি দাবি করেছে, বিধানসভায় যে দলের হাতে বেশি আসন আসবে তাদেরই নেতা মুখ্যমন্ত্রী হবেন। জবাবে শিবসেনার রামদাস কডমের বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সমঝোতা হয়েছে। এর পরেও বিজেপি এমন কথা বললে জোট ভেঙে দিক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন