উদ্ধবই মুখ্যমন্ত্রী বৈঠক শেষে বললেন পওয়ার

শিবসেনা আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কিছু না বললেও আজ রাতে দলের নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, উদ্ধব মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন। এই প্রথম ঠাকরে পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হবেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০৩:১৪
Share:

শিবসেনা-এনসিপি-কংগ্রেসের বৈঠকের শেষে বেরিয়ে আসছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।—ছবি রয়টার্স।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ২৮ দিন পরে মহা-নাটকের যবনিকা পতন হতে চলেছে। আজ শিবসেনা-এনসিপি-কংগ্রেসের বৈঠকের পরে শরদ পওয়ার ঘোষণা করেন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন বলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কংগ্রেস অবশ্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলেনি।

Advertisement

সব ঠিক থাকলে বিপক্ষ হিসেবে দুই শিবিরে ভোট-লড়া তিন দলের জোট সরকারই হতে চলেছে মরাঠা-ভূমে। শিবসেনা আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কিছু না বললেও আজ রাতে দলের নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, উদ্ধব মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন। এই প্রথম ঠাকরে পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হবেন।

জোট সরকারের মুখ কে হবেন, তা ঠিক করতে আজ মুম্বইয়ের নেহরু সেন্টারে বৈঠকে বসেন শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের নেতারা। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেস, এনসিপি নেতারা উদ্ধবকে মুখ্যমন্ত্রী হতে আবেদন করেন। দীর্ঘ বৈঠকের পরে পওয়ার সাংবাদিকদের বলেন, ‘‘উদ্ধব ঠাকরের নেতৃত্বেই সরকার হবে। নেতৃত্বের প্রশ্নে কোনও সমস্যা নেই। মুখ্যমন্ত্রী হিসেবে সর্বসম্মতিক্রমে উদ্ধব ঠাকরের নামে সিলমোহর পড়েছে।’’ এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, তা হলে উদ্ধবই নতুন মুখ্যমন্ত্রী? পওয়ারের পাল্টা, ‘‘আপনি হিন্দি বোঝেন না?’’ বৈঠক শুরুর আধ ঘণ্টা পরে সেখানে পৌঁছন উদ্ধব। বৈঠকের প্রাথমিক পর্ব শেষ হতেই তিনি বেরিয়ে যান। যাওয়ার সময় শিবসেনা প্রধান সাংবাদিকদের বলেন, ‘‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সব কিছু চূড়ান্ত হওয়ার পরই তিন দলই আপনাদের সব জানাবে।’’

Advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধবের নাম পওয়ার বললেও কংগ্রেস অবশ্য প্রসঙ্গটি আজ এড়িয়েই গিয়েছে। সাংবাদিক বৈঠকে দলের নেতা পৃথ্বীরাজ চহ্বাণ বলেন, ‘‘ইতিবাচক আলোচনা। আগামিকালও সরকার গঠনের বিষয়টি নিয়ে বৈঠক হবে।’’ মুখ্যমন্ত্রিত্ব নিয়ে এনসিপি প্রধানের বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে পৃথ্বীরাজ বলেন, ‘‘পওয়ারের বক্তব্য শুনেছেন, তিনি কী বলতে চেয়েছেন তা আপনারাই ঠিক করে নিন।’’ বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতা আহমেদ পটেল জানিয়েছেন, সরকার গঠন নিয়ে এখনও আলোচনা চলছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন শিবসেনার পরিষদীয় দলনেতা একনাথ শিন্দেও। পওয়ারের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘সরকার গঠন নিয়ে আরও আলোচনা হবে। দু’তিন দিনের মধ্যে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানানো হবে। উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রীর নাম ঠিক করবেন।’’

এনসিপি প্রধান জানিয়েছেন, সব কিছু চূড়ান্ত হলে সরকার গঠন নিয়ে আগামিকাল সাংবাদিক বৈঠক করা হবে। সূত্রের খবর, আগামী রবি বা সোমবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন জোটের নেতারা।

গত কাল রাতে পওয়ারের বাসভবনে গিয়ে কথা বলেন উদ্ধব। শিবসেনা প্রধানের সঙ্গে ছিলেন তাঁর ছেলে আদিত্য এবং সঞ্জয়। সেখানে ছিলেন শরদের ভাইপো অজিত পওয়ার। সূত্রের খবর, ওই বৈঠকে চূড়ান্ত হয় মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকেই। কংগ্রেস এবং এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী। আজ বৈঠকে বসেন শিবসেনার বিধায়কেরা। ওই বৈঠকে বিধায়কেরা সর্বসম্মত ভাবে জানিয়েছেন, তাঁরা উদ্ধবকেই মুখ্যমন্ত্রী হিসেবে চান।

সূত্রের খবর, নেহরু সেন্টারের বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি, দফতর বণ্টন নিয়েও আলোচনা হয়েছে। কংগ্রেস চাইছে অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে ‘ধর্মনিরপেক্ষ’ কথাটি রাখতে। কিন্তু তাতে রাজি নয় শিবসেনা। ওই সূত্রটি জানাচ্ছে, তিন দলের বৈঠকে ঠিক হয়েছে, উপমুখ্যমন্ত্রী ছাড়াও ন’জন পূর্ণমন্ত্রী ও চার জন প্রতিমন্ত্রী করা হতে পারে কংগ্রেস থেকে। স্পিকার পদটিও পেতে পারে কংগ্রেস।

মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার গঠনের চেষ্টাকে কটাক্ষ করে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী বলেন, ‘‘সুবিধাবাদই ওই জোটের ভিত্তি। সরকার হলেও তা ছয় থেকে আট মাসের বেশি টিকবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন