জামিন পেলেন দুই ছাত্রনেতা উমর-অনির্বাণ

অবশেষে জামিন পেলেন জেএনইউ-এর দুই ছাত্র নেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। পুলিশের বিরোধিতা সত্ত্বেও শুক্রবার দিল্লির একটি আদালত দু’জনের ছ’মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে উমর এবং অনির্বাণকে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১৭:০৮
Share:

অবশেষে জামিন পেলেন জেএনইউ-এর দুই ছাত্র নেতা উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য। পুলিশের বিরোধিতা সত্ত্বেও শুক্রবার দিল্লির একটি আদালত দু’জনের ছ’মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে উমর এবং অনির্বাণকে গত ২৩ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

গত বুধবার উমর খালিদ এবং অনির্বাণকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল দিল্লি পুলিশ। কিন্তু, অতিরিক্ত দায়রা বিচারক রাজেশ সিংহ সেই আবেদন খারিজ করে জানান তদন্তের জন্য আর এই দু’জনকে পুলিশি হেফাজতে রাখার প্রয়োজন নেই।

অভিযুক্ত পক্ষের আইনজীবী দু’জনের জামিনের পক্ষে সওয়াল করে বলেন, যেহেতু দু’জনেই আপাতত বিচার বিভাগীয় হেফাজতে আছেন, তাই কানহাইয়া কুমারের মতো তাঁদেরও জামিন দেওয়া উচিত। আজ, সেই আবেদন মেনে ২৫ হাজার টাকার বিনিময়ে উমরদের শর্তাধীন জামিন দিল আদালত।

Advertisement

দু’সপ্তাহ আগে একই শর্তে মুক্তি পেয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছ’জন ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়। যাঁদের মধ্যে এখনও তিন জনকে গ্রেফতার করা হয়নি।

গত ৯ ফ্রেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় চত্বরে আফজল গুরুকে নিয়ে এক কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ওই কর্মসূচিতে ছাত্ররা ‘রাষ্ট্রবিরোধী’ স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনা সারা দেশজুড়ে আর এক বার অসহিষ্ণুতা এবং বাক স্বাধীনতার বিতর্ক জাগিয়ে তুলেছিল, আজও যার রেশ টাটকা।

আরও পড়ুন-দেশবিরোধী স্লোগান দেয় বহিরাগতরাই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement