Umar Khalid

Umar Khalid: উমর খালিদের বক্তৃতা জঙ্গি কার্যকলাপ নয়

খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে অভিযোগ দায়ের হয়েছে। এখনও জেলবন্দি প্রাক্তন ছাত্রনেতা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০২২ ০৮:৩৯
Share:

উমর খালিদ। ফাইল চিত্র।

অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে দেওয়া জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের বক্তৃতা রুচিহীন হলেও তা জঙ্গি কার্যকলাপ নয় বলে মন্তব্য করল দিল্লি হাই কোর্ট। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অমরাবতীতে ওই বক্তৃতা দেন খালিদ। দিল্লি সংঘর্ষের মামলায় তাঁর বিরুদ্ধে পেশ করা চার্জশিটে ওই বক্তৃতার কথা উল্লেখ করেছে দিল্লি পুলিশ। এই মামলায় খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে অভিযোগ দায়ের হয়েছে। এখনও জেলবন্দি প্রাক্তন ছাত্রনেতা।

Advertisement

গত মাসে দিল্লি হাই কোর্ট জানায়, খালিদের ওই বক্তৃতা ‘ঘৃণাপূর্ণ’। সোমবার খালিদের জামিনের আবেদন নিয়ে সওয়ালের সময়ে তাঁর আইনজীবী ত্রিদীপ পাইস বলেন, ‘‘পুলিশ চার্জশিটে জানিয়েছে এক জন সাক্ষী তাদের বলেছেন যে তিনি অন্য এক জনের কাছে শুনেছিলেন যে খালিদ উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন।’’ জবাবে বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি রজনীশ ভাটনাগর বলেন, ‘‘কেউ কোনও বক্তৃতাকে উস্কানিমূলক বললেই তা হয়ে যায় না। ওই বক্তৃতা রুচিহীনতার পরিচায়ক হলেই যে তা জঙ্গি কার্যকলাপ নয় তা আমরা বুঝি। যদি সরকার পক্ষ ওই বক্তৃতাকে হাতিয়ার করে বোঝাতে চায় যে বক্তৃতাটা কতটা উস্কানিমূলক ছিল, তাহলে কোনও অপরাধই ঘটেনি বলে ধরে নিতে হবে। বক্তৃতাটা মানহানিকর হতে পারে। কিন্তু তা জঙ্গি কার্যকলাপের পর্যায়ে পড়ে না।’’

এই মামলায় সরকার পক্ষের সওয়াল শুরু হয়নি। ফলে গ্রীষ্মের ছুটির আগে শুনানি শেষ হবে না বলেই মনে করছেন বিচারপতিরা। আজ তাঁরা বলেন, ‘‘এই মামলায় আমরা যা ভেবেছিলাম, তার চেয়ে বেশি সময় লেগেছে। কোর্ট খোলার পরে ফের এই মামলা শুনতে হবে।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন