৬ মাসে ৪২০! পুলিশি সংঘর্ষে বিতর্কে যোগী

আজ প্রকাশিত সরকারি রিপোর্ট বলছে, যোগী ক্ষমতায় আসার পর ছ’মাসে মাসে অপরাধী-পুলিশ সংঘর্ষ হয়েছে ৪২০টি। যাতে প্রাণ গিয়েছে অন্তত ১৫ জনের। জখম বহু। আজও এক সাক্ষাৎকারে যোগী স্পষ্ট বলেছেন, ‘‘বুলেটের জবাব বুলেটে দিলেই উত্তরপ্রদেশ অপরাধমুক্ত হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০২:২২
Share:

—ফাইল চিত্র।

অপরাধ করলেই চালাও গুলি। গত জুনে এক টিভি সাক্ষাৎকারে ঠিক এমনটাই দাওয়াই বাতলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তা যে নেহাত কথার কথা নয়, প্রমাণ হলে গেল মাস তিনেকেই। আজ প্রকাশিত সরকারি রিপোর্ট বলছে, যোগী ক্ষমতায় আসার পর ছ’মাসে মাসে অপরাধী-পুলিশ সংঘর্ষ হয়েছে ৪২০টি। যাতে প্রাণ গিয়েছে অন্তত ১৫ জনের। জখম বহু। আজও এক সাক্ষাৎকারে যোগী স্পষ্ট বলেছেন, ‘‘বুলেটের জবাব বুলেটে দিলেই উত্তরপ্রদেশ অপরাধমুক্ত হবে।’’

Advertisement

বিরোধী শিবিরের অভিযোগ, উত্তরপ্রদেশে সরকার গঠন করলেও অপরাধে রাশ টানতে ব্যর্থ বিজেপি। আজ বিরোধীরা অপরাধ দমনের নামে ‘পুলিশের বাড়াবাড়ি’ নিয়ে প্রশ্ন তুলেছেন। সন্দেহ দানা বাঁধছে ভুয়ো সংঘর্ষ ঘিরেও। রাজ্য পুলিশের সদর দফতর থেকে আজ যে তথ্য মিলেছে, তার ভিত্তি ২০ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট। যার মধ্যে শেষ দু’দিনেই ১০ জন ডাকসাইটে দুষ্কৃতীকে খতম করা হয়েছে বলে দাবি পুলিশের। সংঘর্ষে এক এসআইয়ের মৃত্যু ছাড়াও জখম হন অন্তত ৮৮ জন পুলিশকর্মী। কিন্তু এত সংঘর্ষ কি এড়ানো যেত না? রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) হরিরাম শর্মা বলেন, ‘‘পরিস্থিতির প্রয়োজনেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন