Ahmedabad

ভারতের প্রথম হেরিটেজ শহর হল আমদাবাদ

দেশের প্রথম হেরিটেজ শহরের শিরোপা পাওয়ার পরই একে ‘ভারতের জয়’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি টুইটারে লিখেছেন, ‘‘দেশের মধ্যে প্রথম হেরিটেজ শহরের তকমা পেল আমদাবাদ। মনে মনে খুব রোমাঞ্চ অনুভব করছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১৩:৫৩
Share:

দিল্লি-মুম্বইকে পিছনে ফেলে ভারতের প্রথম হেরিটেজ শহরের মর্যাদা পেল আমদাবাদ। শনিবার পোল্যান্ডের ক্রাকৌয়ে ইউনেস্কো-র ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়। ইউনেস্কোর ঘোষণার পরেই টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

Advertisement

ঠিক কী কী দিক বিচার করে এই শিরোপা?

টুইটারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইউনেস্কোয় ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিয়া কামবোজ। তিনি টুইটে লেখেন, একাদশ শতকে তৈরি হওয়া আমদাবাদ শহরটি খুবই ঐতিহ্যশালী। প্রাচীন এই শহর মহাত্মা গাঁধীর স্বাধীনতা সংগ্রামের নিদর্শনও বহন করছে। এখানে ৩৬টির বেশি ঐতিহ্যশালী স্থাপত্য রয়েছে। এ ছাড়া এই শহরে রয়েছে কয়েকশো পুরনো স্তম্ভ। বহু হিন্দু এবং জৈন মন্দিরের পাশাপাশি ইন্দো-ইসলামিক স্থাপত্য বা হিন্দু-মুসলিম শিল্পের অবস্থান আদতে এই শহরের ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে। এ সব ঐতিহ্যশালী বিষয়গুলিকে নজরে রেখেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে আমদাবাদকে।

Advertisement

আরও পড়ুন: জুনেইদকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

দেশের প্রথম হেরিটেজ শহরের শিরোপা পাওয়ার পরই একে ‘ভারতের জয়’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি টুইটারে লিখেছেন, ‘‘দেশের মধ্যে প্রথম হেরিটেজ শহরের তকমা পেল আমদাবাদ। মনে মনে খুব রোমাঞ্চ অনুভব করছি।’’

জানা গিয়েছে, আমদাবাদ ছাড়াও বাছাই-এর তালিকায় ছিল দেশের রাজধানী দিল্লি ও মুম্বইয়ের নাম। শেষ পর্যন্ত অবশ্য বাজিমাত করল মোদীর রাজ্যের শহরটিই। এর ফলে প্যারিস, কায়রোর মতো শহরের সঙ্গে এক আসনে বসল আমদাবাদও। এর আগে উপমহাদেশ থেকে শ্রীলঙ্কার গল ও নেপালের ভকতপুর ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন