Union Budget 2026-27

রবিবার হলেও ১ ফেব্রুয়ারি হবে বাজেট পেশ, আড়াই দশক পর ঘটতে চলেছে এমন ঘটনা

কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ২৮ জানুয়ারি রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন। পরের দিন ২৯ জানুয়ারি আর্থিক সমীক্ষা পেশ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ২৩:২২
Share:

বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। — ফাইল চিত্র।

রীতি মেনে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়েছে। সেই কারণে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটালেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

Advertisement

আড়াই দশক পর কোনও রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। শুক্রবার রিজিজু জানান, কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের জন্য সংসদের উভয় কক্ষের অধিবেশনের আহ্বান জানিয়েছেন। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে অধিবেশন। বাজেট অধিবেশন শেষ হবে ২ এপ্রিল।

রিজিজু জানান, ২৮ জানুয়ারি রাষ্ট্রপতি সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতা করবেন। পরের দিন ২৯ জানুয়ারি আর্থিক সমীক্ষা পেশ হবে। বাজেট অধিবেশনের প্রথমার্ধ ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তার পরে ৯ মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। যা ২ এপ্রিল পর্যন্ত চলবে।

Advertisement

সাধারণত, রবিবার সংসদের অধিবেশন হয় না। তবে চলতি বছর রবিবার বাজেট অধিবেশন কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। অতীতেও রবিবার অধিবেশন হয়েছে। রবিবারও হয়েছে বাজেট পেশ। ১৯৯৯ সালে রবিবার বাজেট পেশ হয়েছিল। সে বছর অটলবিহারী বাজপেয়ীর সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিন্‌হা রবিবাসরীয় বাজেট পেশ করেছিলেন। তখন অবশ্য ২৮ ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির শেষ দিন বাজেট পেশ হত।

২০১৭ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই বাজেট পেশের রীতি ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সেই রীতি বদল করে। ফেব্রুয়ারি মাসের শেষ দিনে নয়, প্রথম দিনে হবে বাজেট অধিবেশন। সেই থেকে প্রতি বছর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করে মোদী সরকার। এ ছাড়াও, ভারতের সংসদীয় ইতিহাসে আরও দু’বার অধিবেশন হয়েছিল রবিবার। ২০১২ সালের ১৩ মে মনমোহন সিংহের জমানায় সংসদের প্রথম অধিবেশনের হীরক জয়ন্তী উপলক্ষে অধিবেশন হয়। ২০২০ সালে করোনার সময়েও বিশেষ পরিস্থিতিতে রবিবার অধিবেশন হয়েছিল সংসদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement