Amit Shah

আসাম রাইফেলসের নয়া দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নতুন জায়গার নথিপত্র হস্তান্তরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহ উত্তর-পূর্বের উন্নয়নে মোদী সরকারের কাজকর্মের উল্লেখ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৭:৫৭
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

মিজ়োরামে আসাম রাইফেলসের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ বিতর্কের পরে আইজল থেকে আসাম রাইফেলস কমপ্লেক্স ১৫ কিলোমিটার দূরে জখৌসঙে সরানো হয়েছিল। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে নতুন জায়গার নথিপত্র হস্তান্তরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাহ উত্তর-পূর্বের উন্নয়নে মোদী সরকারের কাজকর্মের উল্লেখ করেন। মণিপুর প্রসঙ্গ এড়িয়ে গিয়েই তিনি বলেন, এই অঞ্চল পর্যটন থেকে প্রযুক্তি, ক্রীড়া থেকে মহাকাশ বিজ্ঞান, কৃষি থেকে শিল্পোদ্যোগ সব ক্ষেত্রেই এগিয়ে গিয়েছে। শুধু উন্নয়ন নয়, শান্তি প্রতিষ্ঠায়ও বিজেপি সরকার বিশেষ ভূমিকা গ্রহণ করেছে।

মোদীর মণিপুরে না আসা নিয়ে বছরভর বিতর্ক চললেও শাহ আজ সে প্রসঙ্গ এড়িয়ে উত্তর-পূর্বে প্রধানমন্ত্রীদের আসার তুলনামূলক হিসাব দেন। তিনি বলেন, আগের প্রধানমন্ত্রীরা ২১ বার এই অঞ্চল সফরে এসেছিলেন। মোদী একাই এসেছেন ৭৮ বার। কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠিয়েছেন প্রায় ৭০০ বার। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স বুরোর ডিরেক্টর তপন ডেকা, আসাম রাইফেলসের ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লখরাও উপস্থিত ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন