Parliament security breach

সংসদে হানার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুলল তৃণমূল-সহ বিরোধীরা

হানাদারির ঘটনায় বিরোধীদের আক্রমণের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার শাসকদল তৃণমূলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে কড়া সমালোচনার পাশাপাশি কংগ্রেসও রাজ্যসভায় বিবৃতি দাবি করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৬:১৪
Share:

অমিত শাহ। ছবি: পিটিআই।

সংসদ হামলার বর্ষপূর্তির দিনেই দু’জনের হানা দেওয়ার ঘটনা আতঙ্ক ছড়াল নতুন সংসদ ভবনে। আর সেই হানাদারির ঘটনায় বিরোধীদের আক্রমণের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার শাসকদল তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে কড়া সমালোচনা করা হয় গান্ধীনগরের সাংসদের। রাজ্যসভায় কংগ্রেসের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়।

Advertisement

তৃণমূলের তরফে লেখা হয়েছে, ‘‘নতুন ভারত। নতুন সংসদ। নতুন আইন। সেই পুরনো নিরাপত্তার গাফিলতি। পুরনো সংসদ ভবনে সন্ত্রাসবাদী হামলার ঘটনার ২২তম বার্ষিকীতে আজ দু’জন ক্যান নিয়ে ঢুকে পড়ে যা থেকে হলুদ গ্যাসের নির্গত হচ্ছিল। দর্শক গ্যালারি থেকে লাফ দিয়ে তারা লোকসভার অধিবেশন কক্ষেও প্রবেশ করে।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে আরও লেখা হয়েছে, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন দিল্লি পুলিশের নজরদারিতেই এমন ঘটনা ঘটে গেল। কী ভাবে গুরুত্বপূর্ণ একটি জায়গায় নিরাপত্তার এমন গাফিলতির ঘটনা ঘটল? কাদের নামের পাস ওদের দেওয়া হয়েছিল?’’

সমালোচনার সুরেই কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খড়্গে আবার রাজ্যসভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। পরিস্থিতি সামাল দিতে জবাবে রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, ‘‘এখন এই বার্তা দেওয়া উচিত, দেশকে একত্রিত রাখতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে আছি। লোকসভায় যে ঘটনা ঘটেছে তার জন্য সেই অধিবেশন বন্ধ রাখা হয়েছে। রাজ্যসভা বরিষ্ঠদের স্থান, তাই এখান থেকে এই বার্তাই দেওয়া উচিত, এই ধরনের ঘটনার চেয়ে দেশ অনেক বড়। আর অধিবেশন চলতে দেওয়া উচিত।’’ খড়্গের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘রাজ্যসভার বিরোধী দলনেতার উচিত সদনের কার্যক্রম চলতে দেওয়া।’’

Advertisement

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অস্বস্তি বাড়িয়েছেন কেন্দ্রীয় সরকারের। তিনি বলেছেন, ‘‘যে বিষয়টি চিন্তা করা দরকার তা হল আজ সকালে আমরা আমাদের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি যাঁরা ২০০১ সালে সংসদে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিলেন এবং আজ একই দিনে এমনকি নতুন সংসদও হামলাকারীদের হাত থেকে নিরাপদ নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন