কর্মী ধর্মঘটে সঙ্কট আসাম বিশ্ববিদ্যালয়ে

ছাত্রছাত্রীদের পর এ বার আন্দোলনে আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। তার জেরে ফের অনিশ্চয়তায় স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেও তাতে কোনও ফল হয়নি। কাল সকালে আবার দু’পক্ষ আলোচনায় বসবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০৩:১৯
Share:

ছাত্রছাত্রীদের পর এ বার আন্দোলনে আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। তার জেরে ফের অনিশ্চয়তায় স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করলেও তাতে কোনও ফল হয়নি। কাল সকালে আবার দু’পক্ষ আলোচনায় বসবে।

Advertisement

দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা নিয়ে ক’দিন ধরেই উত্তেজনাকর পরিস্থিতি আসাম বিশ্ববিদ্যালয়ে। বিদ্যুৎ নেই বলে পরীক্ষা পিছনোর দাবিতে উপাচার্য, রেজিস্ট্রার সহ শিক্ষক-অশিক্ষক কর্মীদের রাত আড়াইটা পর্যন্ত আটকে রেখেছিল ছাত্রছাত্রীদের একাংশ। পরে পরীক্ষা পিছিয়ে শনিবার শুরুর কথা ঘোষণা করা হয়। এতে বিগড়ে যায় আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মী সংস্থা। তাঁদের আটকে রাখার প্রতিবাদে আজ কর্মীরা কর্মবিরতি পালন করে। একই সঙ্গে জানিয়ে দেন, পরীক্ষা হতে হবে ১৫ থেকে ৩০ মে পর্যন্ত।

বেকায়দায় পড়ে কর্তৃপক্ষ আজ সংস্থার কর্মকর্তাদের বৈঠকে ডাকেন। ভারপ্রাপ্ত উপাচার্য রঞ্জুরানি ধামালা, রেজিস্ট্রার সঞ্জীব ভট্টাচার্যরা পরীক্ষা পিছনোর সমস্যা বুঝিয়ে বলার চেষ্টা করেন। কিন্তু সংস্থা তাঁদের দাবিতে অনড় থাকে। ফলে আজকের আলোচনা অমীমাংসিত থেকে যায়। কাল সকালে আবার আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

এ দিকে, সর্ব শেষ ঘোষণা মতো, শনিবারই পরীক্ষা শুরু হওয়ার কথা। অশিক্ষক কর্মীদের কর্মবিরতির দরুন আজ পরীক্ষা বিভাগে পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্তরায় ছাড়া কেউই উপস্থিত ছিলেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন