mahatma gandhi

Mahatma Gandhi: মহাত্মা গাঁধীর সঙ্গে তুলনা রাখি সবন্তের! যোগীরাজ্যের বিধানসভার স্পিকারের কথায় বিতর্ক

সমালোচনা শুরু হতেই স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত জানান, গাঁধীর প্রশংসা করেছেন। বোঝাতে চেয়েছেন সততার মাধ্যমে মানুষ মহান হয়ে ওঠেন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫৪
Share:

মহাত্মা গাঁধী ও রাখি সবন্ত। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের বিধানসভার স্পিকার হৃদয় নারায়ণ দীক্ষিত তুলনা টানলেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর সঙ্গে রাখি সবন্তের। হৃদয়ের বক্তব্য, ‘‘যদি কাপড় খুলে ফেললেই কেউ মহান হয়ে যেতেন তা হলে রাখি সবন্ত মহাত্মা গাঁধীর চেয়েও বড় হয়ে যেতেন।’’ কাল উন্নাওয়ের বাঙ্গারমাউয়ে প্রবুদ্ধ বর্গ সম্মেলনে হৃদয়ের এই মন্তব্যের ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর পরেই নিজের অবস্থান বোঝাতে টুইট করেন স্পিকার। তাঁর বক্তব্য, গাঁধী কম কাপড় পরতেন। শুধু ধুতি পরতেন তিনি। গোটা দেশ ওঁকে বাপু বলে। এর পরেই গাঁধীর সঙ্গে রাখির তুলনা করেন হৃদয়। এ নিয়ে সমালোচনা শুরু হতেই তিনি জানান, গাঁধীর প্রশংসা করেছেন। বোঝাতে চেয়েছেন সততার মাধ্যমে মানুষ মহান হয়ে ওঠেন।

Advertisement

নারায়ণ এর পর ব্যাখ্যা দেন, শুধুমাত্র পড়াশোনা করেই কেউ মহান হয়ে যান না, তাঁর মধ্যে আরও কিছু গুণ থাকার দরকার। এই প্রসঙ্গে গাঁধীর উদাহরণ দিয়ে বলেন, “উনি সংবাদপত্র পড়তেন। কম পোশাক পরতেন, ধুতি পরতেন। ওঁকে গোটা দেশ বাপু বলে।” এরপর তিনি বলেন, কেউ যদি কম পোশাক পরে মহান হয়ে যেতেন, তা হলে রাখিও মহানদের তালিকায় ঢুকে পড়তেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন