সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োর দৃশ্য। অভিযোগ, লাঠি দিয়ে মারধর করা হয়েছে ওই যুবতীকে। ছবি: সংগৃহীত।
শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মারধর, হেনস্থার অভিযোগ তুললেন খোদ উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের বোন! অভিযোগ, ওই মহিলাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, স্নানের সময় মহিলার গোপন ভিডিয়ো রেকর্ড করেছেন তাঁরই দেওর এবং শ্বশুর। উত্তরপ্রদেশের ফারুখাবাদে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতা মহিলা উত্তরপ্রদেশের ফারুখাবাদের বিজেপি সাংসদ মুকেশ রাজপুতের বোন। রবিবার রাতে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। মহিলার দাবি, তাঁর শ্বশুর লক্ষ্মণ সিংহ এবং দুই দেওর রাজেশ ও গিরিশ তাঁর উপর চড়াও হয়ে তাঁকে মারধর করেছেন। খুনের হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। মহিলার আরও দাবি, রবিবার দুপুরে যখন তিনি স্নান করছিলেন, সে সময় তাঁর দেওর এবং শ্বশুর শৌচাগারের জানলা দিয়ে তাঁর একটি ভিডিয়ো রেকর্ড করার চেষ্টা করেন। বিষয়টি চোখে পড়তেই তীব্র প্রতিবাদ জানান ওই যুবতী। তখন তাঁকে অকথ্য গালিগালাজ করা হয়। শারীরিক নির্যাতনও করা হয় বলে দাবি। এখানেই শেষ নয়, এর পর একটি রাইফেল বার করে তাঁকে গুলি করে খুনের হুমকি দিতে শুরু করেন শ্বশুর।
ইতিমধ্যে ওই মহিলাকে লাঠি দিয়ে মারধর করার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। যুবতীকে ধারাল ছুরি এবং লোহার রড দিয়েও আক্রমণ করা হয়েছে বলে দাবি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সাহাওয়ার থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) চমন গোস্বামী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে লক্ষ্মণ, রাজেশ এবং গিরিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।