Golden Kalash

লালকেল্লা চত্বর থেকে উধাও দেড় কোটির সোনার কলস, উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল চোর! কী ভাবে?

ধৃত যুবকের নাম ভূষণ বর্মা। সোমবার উত্তরপ্রদেশের হাপুর থেকে ধরা হয়েছে তাঁকে। সোমবার পুলিশ জানিয়েছে, ধৃত ভূষণের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬
Share:

(বাঁ দিকে) চুরি যাওয়া কলস। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চুরির পরের দৃশ্য (ডান দিকে) ছবি: সংগৃহীত।

দিল্লির লালকেল্লা প্রাঙ্গণ থেকে খোয়া গিয়েছিল প্রায় দেড় কোটি টাকা মূল্যের দু’টি সোনার কলস। সেই ঘটনার দিন পাঁচেকের মাথায় এ বার উত্তরপ্রদেশ থেকে ধরা পড়ল চোর! সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি ও ভিডিয়োর সূত্র ধরে ওই যুবককে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

ধৃত যুবকের নাম ভূষণ বর্মা। সোমবার উত্তরপ্রদেশের হাপুর থেকে ধরা হয়েছে তাঁকে। সোমবার পুলিশ জানিয়েছে, ধৃত ভূষণের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে। রীতিমতো পরিকল্পনা মাফিক চুরি করা হয়েছে বলে দাবি তদন্তকারীদের। গত ৩ সেপ্টেম্বর লালকেল্লায় জৈনদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আটঘাট বেঁধে সেখানে হাজির হন ভূষণ। জৈন সম্প্রদায়ের সদস্য না হওয়া সত্ত্বেও ভক্তদের ভিড়ে মিশে যাওয়ার জন্য ঐতিহ্যবাহী সাদা ধুতি এবং কুর্তা পরেছিলেন ওই যুবক। এর পর এক সময় ভিড়ের সুযোগ নিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের দু’টি সোনার কলস এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে চম্পট দেন তিনি।

সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই ভূষণকে ধরা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গত সপ্তাহের ওই সিসিটিভি ফুটেজে হিরে, চুনি এবং পান্নাখচিত ওই সোনার কলসি ছাড়াও প্রায় ৭৬০ গ্রাম ওজনের একটি সোনার নারকেলও চুরি করতে দেখা গিয়েছে ওই যুবককে। এ ছাড়া, পান্না এবং রুবিখচিত ১১৫ গ্রাম ওজনের আর একটি সোনার কলসও চুরি করেছেন ভূষণ।

Advertisement

জানা গিয়েছে, চুরি যাওয়া সব জিনিসই সুধীর জৈন নামে এক ব্যবসায়ীর। লালকেল্লায় ২৮ আগস্ট থেকে শুরু হওয়া জৈনদের ১০ দিনের ধর্মীয় অনুষ্ঠান ‘দশলক্ষণ মহাপর্ব’ চলাকালীন উৎসব উপলক্ষে প্রতি দিন ওই সমস্ত মূল্যবান জিনিস সোনার কলসিতে করে নিয়ে আসতেন ওই ব্যবসায়ী। সেগুলি জৈন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement