National news

সন্ধান চাই! প্রশান্ত কিশোরকে খুঁজে দিলে ৫ লক্ষ টাকা নগদ পুরস্কার

প্রশান্ত কিশোরকে খুঁজে দিলেই মিলবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার! উত্তরপ্রদেশে কংগ্রেসের এক কার্যালয়ের দেওয়ালে প্রশান্তের ছবি-সহ এমনই পোস্টার দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১৬:৫৬
Share:

প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

প্রশান্ত কিশোরকে খুঁজে দিলেই মিলবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার! উত্তরপ্রদেশে কংগ্রেসের এক কার্যালয়ের দেওয়ালে প্রশান্তের ছবি-সহ এমনই পোস্টার দেখা গিয়েছে।

Advertisement

প্রশান্ত কিশোর। বিধানসভা নির্বাচনে পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতেই কংগ্রেসের রণনীতি ঠিক করার দায়িত্বে ছিলেন। প্রথমে উত্তরপ্রদেশ এবং পরে পঞ্জাব ও উত্তরাখণ্ডে নির্বাচনের রণনীতি ঠিক করার দায়িত্ব পান কিশোর।

ফল প্রকাশের পর দেখা যায় পঞ্জাবে ক্ষমতায় এসেছে কংগ্রেস। কিন্তু উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে তরী ডুবেছে। যদিও উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার তাঁর পরামর্শ মতোই হয়েছে, এমনটা নয়। গত ডিসেম্বরে রাহুল গাঁধী তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেন। তা সত্ত্বেও দুই রাজ্যে হারের জন্য তাঁকেই ভিলেন করেছেন কংগ্রেস সমর্থকদের একাংশ। এ নিয়ে তাঁর কাছে নাকি অনেক প্রশ্নও জমে রয়েছে সমর্থকদের। কিন্তু সে সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। কারণ, ফল ঘোষণার পর থেকেই নাকি তাঁকে আর দেখা যাচ্ছে না উত্তরপ্রদেশে। উত্তর খুঁজে পেতে তাই এই অভিনব পথ নিলেন সমর্থকেরা।

Advertisement


এই পো্স্টারটাই লাগানো হয়েছে

প্রশান্ত কিশোরের নামে মোটা টাকা পুরস্কার ঘোষণা করে দিলেন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার এক কংগ্রেস কার্যালয়ের বাইরে প্রশান্ত কিশোরের একটি ছবি-সহ পোস্টার লাগানো হয়েছে। তাতে লেখা রয়েছে, সন্ধান দিতে পারলেই মিলবে নগদ ৫ লক্ষ টাকা। সূত্রের খবর, রাজ্য প্রদেশ কংগ্রেসের সম্পাদক রাজেশ সিংহের নেতৃত্বেই এমন পোস্টার লাগানো হয়েছে। রাজেশের কথায়, ‘‘গত এক বছর ধরে তাঁর কথা অনুযায়ী আমরা বোকার মতো কাজ করেছি। কোনও প্রশ্ন করিনি। ভেবেছিলাম তাঁর কথা মতো চললে দলের ভাল হবে। হয়নি। আমরা উত্তর চাই।’’

আরও পড়ুন: রাস্তায় কুড়িয়ে পাওয়া লক্ষ টাকা ফিরিয়ে দিলেন তরুণী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন