Uttar Pradesh

আটকে গেল পিস্তল, মুখ দিয়েই ‘ঠাঁই ঠাঁই’ গুলি চালাল পুলিশ!

রাতের অন্ধকারে অপরাধীদের ধাওয়া করছে পুলিশ। কোমরের পিস্তলটা বার করে অপরাধীদের দিকে তাক করা। কিন্তু ট্রিগার চাপলেও গুলি বেরচ্ছে না। এখন উপায়? শেষে কিনা অপরাধীদের ভয় দেখাতে মুখ দিয়েই ‘ঠাঁই ঠাঁই’ আওয়াজ করল পুলিশ!

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৮:০২
Share:

ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের অন্ধকারে অপরাধীদের ধাওয়া করছে পুলিশ। কোমরের পিস্তলটা বার করে অপরাধীদের দিকে তাক করা। কিন্তু ট্রিগার চাপলেও গুলি বেরচ্ছে না। এখন উপায়? শেষে কিনা অপরাধীদের ভয় দেখাতে মুখ দিয়েই ‘ঠাঁই ঠাঁই’ আওয়াজ করল পুলিশ!১২ অক্টোবর ঘটনাটি ঘটেছে লখনউ থেকে ৩৭০ কিলোমিটার দূরে সম্ভল জেলায়।ওই ঘটনার ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশ তল্লাশি চালাচ্ছে অপরাধীদের উদ্দেশে। একজন পুলিশ অফিসারকে চিৎকার করতে শোনা যাচ্ছে, ‘মারো মারো, ঘেরো,’ আর তার পরই ‘ঠাঁই ঠাঁই’ শব্দ মুখ দিয়ে।পরে জানা যায়, পিস্তল বার করে গুলি ছোড়ার সময় কোনওভাবে ট্রিগার জ্যাম হয়ে গিয়েছিল। তখনই মুখ দিয়ে ওই শব্দ করেন পুলিশ কর্মী।

এক সিনিয়র পুলিশ অফিসার জানান, এটা আসলে অপরাধীদের মানসিক চাপে রাখার একটা কৌশল। ‘মারো মারো, ঘেরো’ এই শব্দগুলো দিয়ে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়।

Advertisement

যে অপরাধীকে ধরার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ তার মাথায় ২৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: মদের হোম ডেলিভারি চালু করছে মহারাষ্ট্র সরকার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন