UP Minister

মন্ত্রীকে এমআরআই মেশিনে ঢোকাতেই ছিটকে বেরোল কোমরে থাকা পিস্তল

বন্দুক কোমরে বাঁধা অবস্থায় এমআরআই মেশিনে ঢুকে বিপত্তি বাড়ালেন যোগী আদিত্যনাথের মন্ত্রী সত্যদেব পচৌরি। তবে স্বেচ্ছায় কোমরে পিস্তল রাখলেও, এমআরআই মেশিনে তিনি স্বেচ্ছায় ঢোকেননি। তাঁকে ঢোকানো হয়েছিল অচৈতন্য অবস্থায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ১৯:০৩
Share:

প্রতীকী চিত্র।

যোগী আদিত্যনাথ সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর বন্দুক-কাণ্ডে ফের শিরোনামে উত্তরপ্রদেশ।

Advertisement

কখনও টাকা উড়িয়ে আবার কখনও গুলি ছুড়ে এর আগে সে রাজ্যে বহু মন্ত্রী-নেতা বিতর্কে জড়িয়েছেন। কখনও সমাজবাদী পার্টি তো কখনও বিজেপি। এবার বন্দুক কোমরে বাঁধা অবস্থায় এমআরআই মেশিনে ঢুকে বিপত্তি বাড়ালেন যোগী আদিত্যনাথের মন্ত্রী সত্যদেব পচৌরি। তবে স্বেচ্ছায় কোমরে পিস্তল রাখলেও, এমআরআই মেশিনে তিনি স্বেচ্ছায় ঢোকেননি। তাঁকে ঢোকানো হয়েছিল অচৈতন্য অবস্থায়।


সত্যদেব পচৌরির মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মুহূর্ত।— ফাইল চিত্র

Advertisement

প্রধানমন্ত্রীর তিন বছর পূর্তি উপলক্ষ্যে লখনউয়ে এক জনসভায় বক্তব্য রাখছিলেন সত্যদেব। যোগী আদিত্যনাথের কাছের লোক বলে পরিচিত সত্যদেবের হাতে খাদি, টেক্সাইল, ক্ষুদ্র শিল্পের মতো বেশ কিছু দফতর রয়েছে। বক্তৃতা করতে করতেই অসুস্থ এবং অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রামমনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। এমআরআই মেশিনের ভিতর মন্ত্রীকে ঢোকানোর পরই বাঁধল বিপত্তি। মন্ত্রীমশাইয়ের কোমরে বাধা ছিল পিস্তল। একেবারে গুলি ভর্তি পিস্তল। এমআরআই মেশিনের ভিতরই চৌম্বকীয় আকর্ষণে পাচৌরির কোমর থেকে সেই পিস্তল ছিটকে বেরিয়ে আসে। আটকে যায় মেশিনের মধ্যেই। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ কোটি টাকার মেশিন। আপাতত সেটা অকেজো। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এমআরআই মেশিনটি সারাতে প্রায় ২৫ লাখ টাকার মতো খরচ পড়বে।

আরও পড়ুন: ঢোক গিলে নির্দেশ যোগীর, আমার জন্য কোনও আলাদা ব্যবস্থা নয়

তবে যাঁকে নিয়ে এত কাণ্ড তিনি এখন সুস্থ আছেন। সত্যদেবের দাবি, পিস্তলটা আসলে নাকি এক নিরাপত্তা রক্ষীর। তাঁর কাছে রাখতে দিয়েছিলেন ওই রক্ষী। যদিও নিরাপত্তা রক্ষীর নাম জানাতে চাননি মন্ত্রী। পিস্তলটা আটক করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement