Meerat Police

মুসলিম যুবককে ভালবাসার ‘শাস্তি’, মেরঠে ডাক্তারির ছাত্রীকে গাড়িতে তুলে মারল পুলিশ

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবল থাপ্পড় মারছেন ওই ছাত্রীকে। আর গালাগালি দিতে দিতে সেই ভিডিয়ো রেকর্ড করছেন গাড়ির সামনের সিটে বসে থাকা এক পুলিশ আধিকারিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মেরঠ শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:২৩
Share:

পুলিশ ভ্যানেই ‘শিক্ষা’। ছবি: সংগৃহীত।

মুসলিম যুবককে ভালবাসার ‘অপরাধে’ উত্তরপ্রদেশের মেরঠে এক ডাক্তারির ছাত্রীকে পুলিশ ভ্যানে তুলে বেধড়ক মারল উত্তরপ্রদেশ পুলিশ। শুধু মারধরই নয়, একই সঙ্গে দেওয়া হল গালাগালি। পুলিশ নিজেই সেই ভিডিয়ো রেকর্ড করে ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। আর সঙ্গে সঙ্গেই তা হয়ে উঠল ভাইরাল।

Advertisement

এ নিয়ে প্রথমে আসরে নামে বিশ্ব হিন্দু পরিষদ। ‘লভ জিহাদ’-এর অভিযোগে ওই ডাক্তারির ছাত্রী ও মুসলিম যুবককে প্রথমে পাকড়াও করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ১০০ ডায়াল করলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মেডিক্যাল ছাত্রীকে তোলা হয় পুলিশ ভ্যানে। তার পর ভ্যানের মধ্যেই শুরু হয় ‘শিক্ষা’ দেওয়া। লাগাতার চড়-থাপ্পড়ের পাশাপাশি দেওয়া হয় গালাগালি।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবল থাপ্পড় মারছেন ওই ছাত্রীকে। আর গালাগালি দিতে দিতে সেই ভিডিয়ো রেকর্ড করছেন গাড়ির সামনের সিটে বসে থাকা এক পুলিশ আধিকারিক।

Advertisement

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে অটোকে ধাক্কা, মুম্বইয়ে গ্রেফতার অভিনেতা দলীপ তাহিল

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর ড্যামেজ কন্ট্রোলে আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশ। মেরঠ পুলিশকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেরঠের পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘ডাক্তারির ছাত্রী এবং তাঁর সঙ্গী, দু’জনকেই তাঁদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। ভিডিয়োটি আমাদের হাতে এসেছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর শাস্তি হবে।’’

আরও পড়ুন: রাস্তায় উঠে আসছে ১০ ফুট উঁচু ফেনার স্রোত, আতঙ্কে বেঙ্গালুরুবাসী

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন