Uttar Pradesh

যৌন নির্যাতনের পর সোশাল মিডিয়ায় ছড়ানো হল ভিডিয়ো, উত্তরপ্রদেশে আত্মঘাতী কিশোরী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে পুলিশকে খবর না দিয়েই সোমবার ওই নাবালিকার দেহ সৎকার করে দিয়েছিল তার পরিবার।

Advertisement

সংবাদ সংস্থা

বুলন্দশহর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫০
Share:

প্রতীকী ছবি।

ছেদ টানা যাচ্ছে না উত্তরপ্রদেশে নারী নির্যাতনের ঘটনায়। যৌন নির্যাতনের শিকার হয়ে এ বার বুলন্দশহরে আত্মঘাতী হল এক নাবালিকা। অভিযোগ ওই নাবালিকার উপর নির্যাতন চালায় গ্রামেরই তিন ব্যক্তি। সেখানেই ঘটনার শেষ নয়। এর পর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়। তার জেরে সোমবার ওই কিশোরী আত্মহত্যা করে বলে তার পরিবারের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহরের পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে পুলিশকে খবর না দিয়েই সোমবার ওই নাবালিকার দেহ সৎকার করে দিয়েছিল তার পরিবার। কিন্তু স্থানীয় সূত্রে গোটা ঘটনাটি জানতে পারে পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। শেষ পর্যন্ত ওই কাণ্ডে এফআইআর দায়ের করেছে ওই নাবালিকার পরিবার। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

এই ঘটনার কথা সামনে আসতেই যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী। তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘‘কেন দলিতদের উপর অত্যাচারের ঘটনা শেষ হচ্ছে না তার ব্যাখ্যা কি বিজেপি সরকার দেবে? রাজ্য সরকারের উচিত এই ধরনের ঘটনাকে প্রশ্রয় না দিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এর উত্তর দেওয়া।’’

Advertisement

আরও পড়ুন: পাঁচ দিনে তিন হাজার কোটি পিএম কেয়ার্সে, কাদের টাকা, প্রশ্ন চিদম্বরমের

গত কয়েক সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে বিরোধীরা। গত ২০ অগস্ট ডিল্লির এক ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার হয় আগ্রায়। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। তার আগে উত্তরপ্রদেশের ভাদোহি গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় এক কিশোরী। পরে তার মৃতদেহ উদ্ধার হয়। ওই মাসেই লখিমপুর খেড়ি এলাকায় আখের খেতে মেলে ১৩ বছরের এক কিশোরীর দেহ। অভিযোগ ওই কিশোরীকে ধর্ষণের পর তার চোখ খুবলে নেওয়া হয় এবং জিভ কেটে দেওয়া হয়। ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। সেই তালিকায় এ বার জু়ড়ল বুলন্দশহরের ঘটনা।

আরও পড়ুন: বাদল অধিবেশনে সরকারকে কোনও প্রশ্ন নয়! গর্জে উঠল বিরোধী শিবির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন