UPI Payment

সোমবার থেকে আরও সহজে ইউপিআই লেনদেন! কী কী বদল আনল মোদী সরকার

ইউপিআই লেনদেনের গতি বৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা চলছিলই। এ বার বাস্তবায়িত হল। এনপিসিআই জানিয়েছে, ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সার্বিক সময় কমিয়ে আনা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:১১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইউনিফাইয়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেন আরও সহজতর হল। আগের তুলনায় আরও কম সময়ে ইউপিআই-এ লেনদেন সম্পন্ন করতে পারবেন গ্রাহকেরা। সোমবার (১৬ এপ্রিল) থেকেই ভারতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গতি বৃদ্ধির কথা জানাল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।

Advertisement

ইউপিআই লেনদেনের গতি বৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা চলছিলই। এ বার বাস্তবায়িত হল। এনপিসিআই জানিয়েছে, ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সার্বিক সময় কমিয়ে আনা হয়েছে। ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো, তার পরে সেই সংশ্লিষ্ট লেনদেন সংক্রান্ত ‘স্ট্যাটাস’ জানতে কমপক্ষে ৩০ সেকেন্ড সময় লাগত। তবে এ বার থেকে গোটা প্রক্রিয়া শেষ হবে ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যেই। শুধু তা-ই নয়, কারও ইউপিআই আইডি ‘ভেরিফাই’ করার সময়ও কমানো হয়েছে। অতীতে ইউপিআই আইডি ‘ভ্যারিফাই’ করতে ১৫ সেকেন্ড সময় লেগে যেত। তবে এ বার থেকে ১০ সেকেন্ডেই ‘ভেরিফাই’ হবে ইউপিআই আইডি।

এ ছাড়াও ইউপিআই লেনদেনে আরও কিছু বদল আনতে চলেছে কেন্দ্র। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, তা যে কোনও ইউপিআই অ্যাপেই জানা যায়। এত দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স দিনে যত বার ইচ্ছা জানা যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, কোনও ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা জানতে পারবেন গ্রাহকেরা।

Advertisement

বিভিন্ন ক্ষেত্রেই মানুষ এখন ইউপিআই-এ লেনদেন নির্ভর হয়ে উঠছে। প্রতি দিন ইউপিআই-এর মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়। এক সঙ্গে অগণিত মানুষ ইউপিআই লেনদেন করেন। এতে সিস্টেমের উপর চাপ পড়ে। অনেক সময়েই লেনদেনে অনেকটা সময় চলে যায়। আবার কখনও কখনও টাকা আটকেও যায়। এতে সমস্যায় পড়েন গ্রাহকেরা। সেই সমস্যা দূর করতেই ইউপিআই লেনদেনে আরও গতি আনছে নরেন্দ্র মোদী সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement