ভারত-পাকিস্তানে কুয়াশা আরও বাড়বে, জানাচ্ছে মার্কিন সংস্থা

বুধবার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, দু’দেশে সবে শীত ঢুকতে শুরু করেছে। তাই দূষণযুক্ত ঘন কুয়াশা আরও বাড়বে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ২০:৫৯
Share:

প্রতীকী ছবি।

ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চল। মাত্রাতিরিক্ত দূষণই এর কারণ। আগামী কয়েক মাসের মধ্যে এই পরিস্থিতির কোনও পরিবর্তন হচ্ছে না। বরং সমস্যা আরও গভীর হতে পারে বলে জানিয়েছে বায়ুমণ্ডল নিয়ে কাজ করা একটি সংস্থা।

Advertisement

বুধবার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, দু’দেশে সবে শীত ঢুকতে শুরু করেছে। তাই দূষণযুক্ত ঘন কুয়াশা আরও বাড়বে। সম্প্রতি ‘এনওএএ’ একটি উপগ্রহ চিত্র প্রকাশ করে। সেখানে দেখা গিয়েছে, ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বায়ুমণ্ডলে দূষণের পরিমাণ অনেক বেশি।

আরও পড়ুন: ভক্তদের ৩০ কোটি টাকা ফেরত দেবেন কমল হাসন

Advertisement

জমিতে ফসল কেটে নেওয়ার পর জমিতে থেকে যাওয়া খড়কুটো আগুন দিয়ে পুড়িয়ে পরিষ্কার করা হয়। কিন্তু, এই খড় পোড়ানোর কারণে তৈরি হওয়া ধোঁয়ায় ভারতের উত্তরাঞ্চল বিশেষ করে রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে বলে জানিয়েছে ওই সংস্থা। সে কারণে জ্বালানি ব্যবহারের পাশাপাশি বায়ুদূষণ যাতে কমানো যায় সে দিকে খেয়াল রাখার কথাও বলা হয়েছে। যদি তা না হয় তবে, আরও ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে এই দু’দেশে। ইতিমধ্যেই চিকিৎসকরা এই ঘটনাকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ বলে ঘোষণা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন