US Arms Sale To India

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র জ্যাভলিন, কামানও! ভারতকে প্রায় ৮২৫ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা, কী বলল পেন্টাগন

ভারতকে প্রায় ৯.৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৫ কোটি টাকা)-এর অস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা। ভারতীয় সেনার হাতে আসতে চলেছে আমেরিকার ট্যাঙ্ক প্রতিরোধী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক কামানও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১০:০৭
Share:

ভারতকে প্রায় ৮২৫ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতকে প্রায় ৯.৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৫ কোটি টাকা)-এর অস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা। ভারতীয় সেনার হাতে আসতে চলেছে আমেরিকার ট্যাঙ্ক প্রতিরোধী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক কামানও। আমেরিকার ডিফেন্স সিকিয়োরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) আনুষ্ঠানিক ভাবে এই অস্ত্র বিক্রির কথা জানিয়েছে মার্কিন আইনসভা বা কংগ্রেসকে।

Advertisement

ডিএসসিএ-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের অনুরোধে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন (আমেরিকার প্রতিরক্ষা দফতরের ভবন)। বিবৃতিতে বলা হয়েছে, “বিক্রির বিষয়টি আপাতত প্রস্তাবের আকারে রয়েছে। অস্ত্রগুলি ভারতের হাতে পৌঁছোলে তারা বর্তমান এবং ভবিষ্যতের বিপদের সঙ্গে লড়াই করে নিজেদের অভ্যন্তরীণ সুরক্ষাকে সুনিশ্চিত করতে পারবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement