গোয়া ঘুষ-কাণ্ডে সিবিআই তদন্ত দাবি পর্রীকরের

গোয়ায় কংগ্রেসি সরকারের আমলে জল উন্নয়ন প্রকল্পে ঘুষের বিনিময়ে একটি মার্কিন সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর।

Advertisement

সংবাদ সংস্থা

পানজিম শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:৫০
Share:

গোয়ায় কংগ্রেসি সরকারের আমলে জল উন্নয়ন প্রকল্পে ঘুষের বিনিময়ে একটি মার্কিন সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। তাঁকে সমর্থন জানিয়েছেন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর। নাম না করেই পর্রীকরের অভিযোগ, গোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতের মন্ত্রিসভার দুই মন্ত্রী এই কেলেঙ্কারিতে যুক্ত।

Advertisement

সম্প্রতি নিউ জার্সির একটি সংস্থার বিরুদ্ধে ঘুষ দিয়ে গোয়া এবং গুয়াহাটির দু’টি জল উন্নয়ন প্রকল্পের বরাত পাওয়ার অভিযোগ উঠেছে। মার্কিন আইন দফতরের তরফে জানানো হয়েছে, গোয়ার ওই প্রকল্পের বরাত পেতে ওই সংস্থাটি ৯,৭৬,৬৩০ ডলার ঘুষ দিয়েছিল। তার পরই পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন এই দুই বিজেপি নেতা। রবিবার গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর বলেন, ‘‘যেহেতু এটি আন্তর্জাতিক বিষয়, গোয়া পুলিশ এর তদন্ত করতে পারবে না। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন