US Embassy Warning

আইন ভাঙলেই কড়া পদক্ষেপ! ভারতীয় ছাত্রদের হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন, কী কী করলে বাতিল হতে পারে মার্কিন ভিসা

আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভিসা সংক্রান্ত নিয়মকানুন আগের চেয়ে কঠোর করা হয়েছে। গত সপ্তাহে এইচ-১বি ভিসা নিয়ে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এ বার ভারতীয় পড়ুয়াদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:০১
Share:

আমেরিকায় পড়তে চাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের সতর্ক করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যেতে চাওয়া বা ইতিমধ্যে আমেরিকায় থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে বুধবার একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কী কী করলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে। আমেরিকার আইন ভাঙলে যে কোনও মুহূর্তে ছাত্র ভিসা হারাতে পারেন ভারতীয় পড়ুয়ারা।

Advertisement

নির্দেশিকাটি ছাত্রছাত্রীদের উদ্দেশেই জারি করা হয়েছে। বলা হয়েছে, ‘‘আমেরিকার আইন ভাঙলে আপনার ছাত্র ভিসায় তার গুরুতর প্রভাব পড়তে পারে। যদি আপনি কোনও কারণে গ্রেফতার হন বা কোনও আইন লঙ্ঘন করেন, আপনার ভিসা বাতিল করা হবে। আপনাকে আমেরিকা থেকে দেশে ফিরিয়ে দেওয়াও হতে পারে। ভবিষ্যতে আপনি যাতে কোনও মার্কিন ভিসা না-পান, তা-ও নিশ্চিত করতে পারে প্রশাসন। তাই নিয়ম মেনে চলুন। আমেরিকা ভ্রমণ নিয়ে কোনও রকম ঝুঁকি নেবেন না।’’ নির্দেশিকার শেষে ছাত্রছাত্রীদের মনে করিয়ে দেওয়া হয়েছে, ‘‘আমেরিকার ভিসা একটি বিশেষ সুবিধা মাত্র। এটা কারও অধিকার নয়।’’

এর আগে গত সপ্তাহেই এমন আর একটি সতর্কবার্তা দিয়েছিল আমেরিকান দূতাবাস। যে সমস্ত ভারতীয় এইচ-১বি ভিসা কিংবা এইচ-৪ ভিসার জন্য আবেদন জানিয়েছেন, তাঁদের সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, মার্কিন অভিবাসন আইন ভাঙা হলে যে কোনও আবেদনকারী বা ভিসার গ্রাহকের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ করা হতে পারে।

Advertisement

আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভিসা সংক্রান্ত নিয়মকানুন আগের চেয়ে কঠোর করা হয়েছে। কঠোর অভিবাসন নীতির কারণে অনেক ভারতীয়ও সমস্যায় পড়েছেন। সম্প্রতি এইচ-১বি ভিসার গ্রাহক বহু ভারতীয়ের সাক্ষাৎকারের ইন্টারভিউ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তার ফলে অনেকে আমেরিকায় ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে আমেরিকায় বিদেশি ছাত্রছাত্রীদের আনাগোনাও আগের চেয়ে কমেছে। গত বছর ছাত্র ভিসার মাধ্যমে আমেরিকায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ১৭ শতাংশ কমেছিল। ২০২৪ সালের অগস্ট মাসের পরিসংখ্যানে এই ঘাটতির পরিমাণ ১৯ শতাংশ। আমেরিকায় চোখে পড়ার মতো কমেছে ভারতীয় পড়ুয়াদের সংখ্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement