Pakistan Bangladesh Direct Flights

ঢাকা-করাচি বিমান সপ্তাহে দু’দিন! ফেরার চেয়ে ৪০ মিনিট বেশি লাগবে যেতে, সময়সূচি প্রকাশ করল বাংলাদেশের সংস্থা

ঢাকা থেকে করাচি পর্যন্ত আপাতত পরীক্ষামূলক ভাবে বিমান চালানোর অনুমতি দিয়েছে ইসলামাবাদ। অনুমতির মেয়াদ আগামী ৩০ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে চাহিদা, জনপ্রিয়তা এবং কার্যকারিতা বিবেচনা করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৭
Share:

ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল করবে জানুয়ারি থেকেই। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ঢাকা থেকে করাচি পর্যন্ত সরাসরি বিমান চলাচলের অনুমতি আগেই মিলেছিল। এ বার তার সময়সূচিও প্রকাশ করে দিল বাংলাদেশের সরকারি বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে এই রুটে বিমান চলাচল শুরু হবে। সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে করাচি যেতে চার ঘণ্টা সময় লাগবে। ফিরতি বিমান করাচি থেকে উড়ে ঢাকা পৌঁছোবে ৩ ঘণ্টা ২০ মিনিটে।

Advertisement

বুধবার বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের বিমান সংস্থা জানিয়েছে, প্রাথমিক ভাবে ঢাকা থেকে করাচি পর্যন্ত সপ্তাহে দু’টি আন্তর্জাতিক বিমান পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার করে এই রুটে বিমান চলবে। এই দু’দিন ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় বিমান ছাড়বে। তা করাচিতে পৌঁছোবে পাকিস্তানের স্থানীয় সময় রাত ১১টায়। আবার, করাচি থেকে ঢাকার উদ্দেশে ওই বিমান রওনা দেবে স্থানীয় সময় রাত ১২টায়। তা ঢাকায় পৌঁছোবে স্থানীয় সময় ভোর ৪টে ২০ মিনিটে।

বাংলাদেশের ঘড়ি পাকিস্তানের চেয়ে এক ঘণ্টা এগিয়ে। সেই হিসাব অনুযায়ী, পাকিস্তানে রাত ১১টার অর্থ বাংলাদেশে রাত ১২টা। অর্থাৎ, ঢাকা থেকে যে বিমান রাত ৮টায় ছাড়বে, তা করাচিতে পৌঁছোবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত ১২টায়। যেতে মোট লাগবে চার ঘণ্টা। একই ভাবে, পাকিস্তানের ঘড়িতে রাত ১২টার অর্থ বাংলাদেশের ঘড়িতে রাত ১টা। করাচি থেকে ঢাকার বিমান ১টায় (বাংলাদেশের সময় অনুযায়ী) রওনা দিয়ে ভোর ৪টে ২০ মিনিটে পৌঁছোলে মোট সময় লাগছে ৩ ঘণ্টা ২০ মিনিট, যাওয়ার চেয়ে ৪০ মিনিট কম। নতুন রুটের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছে বিমান এয়ারলাইন্স। সেই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন এবং পারিবারিক ভ্রমণও বাড়বে বলেও মনে করা হচ্ছে।

Advertisement

ঢাকা থেকে করাচি পর্যন্ত আপাতত পরীক্ষামূলক ভাবে বিমান চালানোর অনুমতি দিয়েছে ইসলামাবাদ। অনুমতির মেয়াদ আগামী ৩০ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে চাহিদা, জনপ্রিয়তা এবং কার্যকারিতা বিবেচনা করা হবে। ফল ইতিবাচক হলে স্থায়ী ভাবে ঢাকা-করাচি বিমান চলবে। প্রয়োজনে উড়ানের সংখ্যাও বৃদ্ধি করা হতে পারে।

ঢাকা এবং করাচির মধ্যে আগে বিমান চলাচল নিয়মিত ছিল। পরে তা বন্ধ হয়ে যায়। গত এক বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান এবং বাংলাদেশের সরকার এই বিমান রুট পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেছে। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement