US India Trade Deal

ভারত চড়া শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকার ডাল শস্যে, কমাতে বলুন! ট্রাম্পকে চিঠিতে আর্জি, বাণিজ্যে ফের সংঘাতের বার্তা?

গত বছরের ৩০ অক্টোবর ভারত ডাল শস্যের উপর শুল্ক ঘোষণা করে। তা কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে। মার্কিন আইনপ্রণেতারা এতে আপত্তি জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:২৬
Share:

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার ডাল শস্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়ে রেখেছে ভারত। এমনটাই দাবি করলেন মার্কিন আইনপ্রণেতারা। শুক্রবার আমেরিকার দুই রিপাবলিকান আইনপ্রণেতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। ভারত যাতে ডালজাতীয় শস্যের উপর থেকে শুল্ক কিছুটা হ্রাস করে, তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন তাঁরা। ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত চুক্তিতেও এই বিষয়টি মাথায় রাখতে বলেছেন। জানিয়েছেন, ভারতের এই ‘অন্যায় শুল্কে’ সমস্যায় পড়ছেন মার্কিন ব্যবসায়ীরা।

Advertisement

আমেরিকার মন্টানা প্রদেশের রিপাবলিকান সেনেটর স্টিভ ডেনিস এবং উত্তর ডাকোটার সেনেটর কেভিন ক্র্যামার ট্রাম্পকে চিঠি লিখেছেন। নিজ নিজ প্রদেশের ডাল শস্যের ব্যবসায় সমস্যার কথা জানিয়েছেন তাঁরা। চিঠিতে বলা হয়েছে, আমেরিকায় এই দুই প্রদেশ মটর ও অন্যান্য ডাল শস্য উৎপাদনে শীর্ষে রয়েছে। আর ডাল শস্যের ক্ষেত্রে ভারত সবচেয়ে বড় গ্রাহক। বিশ্বের মোট আমদানিকৃত ডালের ২৭ শতাংশ যায় ভারতের বাজারেই। তাই এই বাজারকে বাড়তি গুরুত্ব দেন মার্কিন ব্যবসায়ীরা।

ভারতে মূলত আমদানি করা হয় মুশুর ডাল, ছোলা এবং শুকনো মটরের মতো ডাল শস্য। ট্রাম্পকে দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে, গত বছরের ৩০ অক্টোবর ভারত ডাল শস্যে ৩০ শতাংশ শুল্ক ঘোষণা করে। তা কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে। এই শুল্কের কারণে মার্কিন উৎপাদকেরা অন্যায্য প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। ভারতে উচ্চ মানের শস্য পাঠিয়েও তাঁদের সমস্যা হচ্ছে। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পকে কথা বলার পরামর্শ দিয়েছেন দুই সেনেটর। দাবি, শুল্ক কমলে ভারত এবং আমেরিকা— উভয়েই লাভবান হবে।

Advertisement

উল্লেখ্য, ভারতের সঙ্গে এখনও আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের উপর শাস্তিমূলক ৫০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে আমেরিকা। সে দেশের বাজারে তাই ভারতের পণ্য রফতানি আগের চেয়ে অনেক কমে এসেছে। দুই দেশের বাণিজ্যই তাতে ধাক্কা খাচ্ছে। ডাল শস্যের উপর নয়াদিল্লির শুল্ক নিয়ে কি ফের বাণিজ্যক্ষেত্রে কোনও সংঘাতের বাতাবরণ তৈরি হবে? মার্কিন আইনপ্রণেতাদের চিঠির প্রেক্ষিতে ট্রাম্প কী করেন, সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement