(বাঁ দিকে) ফ্লরিডার রাস্তায় ভারতীয় ট্রাকচালকের গাফিলতিতে দুর্ঘটনার মুহূর্ত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভারতীয় ট্রাকচালকের গাফিলতিতে ফ্লরিডায় দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তিন জন আমেরিকান নাগরিকের। এই ঘটনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশে আমেরিকায় সমস্ত বিদেশি ট্রাকচালকের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো ঘোষণা করেছেন, নতুন করে আর কোনও বিদেশি বাণিজ্যিক ট্রাকচালককে ভিসা দেওয়া হবে না। আপাতত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে।
রুবিয়োর দাবি, আমেরিকার মাটিতে দিন দিন বিদেশি ট্রাকচালকের সংখ্যা বাড়ছে। তাঁরা এক দিকে যেমন আমেরিকান ট্রাকচালকদের রুজিরুটিতে ভাগ বসাচ্ছেন, অন্য দিকে তেমন তাঁদের গাফিলতিতে আমেরিকানদের প্রাণ সংশয় হচ্ছে। সেই কারণেই ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। রুবিয়োর কথায়, ‘‘এই মুহূর্ত থেকে আমরা সকল বিদেশি বাণিজ্যিক ট্রাকচালককে ভিসা দেওয়া বন্ধ করছি। আমেরিকার রাস্তায় বড় ট্রাক্টর-ট্রেলার ট্রাকচালকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এতে আমেরিকানদের প্রাণ সংশয় হচ্ছে। আমেরিকার ট্রাকচালকদের জীবিকাতেও টান পড়ছে।’’
ফ্লরিডার রাস্তায় সম্প্রতি যে দুর্ঘটনা ঘটেছে, তাতে তিন আমেরিকানের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকের চালকের নাম হরজিন্দর সিংহ। অভিযোগ, তিনি ভারতীয়। বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত হয়ে তিনি আমেরিকায় ঢুকেছিলেন। হাইওয়েতে ট্রাক চালানোর সময় বেআইনি ভাবে একটি ইউ-টার্ন নিয়েছিলেন হরজিন্দর। যাতে তিন জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালকের ইংরেজি পরীক্ষা করে দেখা হয়েছিল। ফল আশানুরূপ হয়নি। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
কয়েক বছর আগে ট্রাকচালক হিসাবে ভিসা এবং লাইসেন্স পেয়ে ক্যালিফর্নিয়ায় থাকতে শুরু করেছিলেন হরজিন্দর। এই ক্যালিফর্নিয়া ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণাধীন নয়। বরং সেখানে ক্ষমতাসীন বিরোধী ডেমোক্র্যাটেরা। এই ঘটনায় তাই রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে। কেন বেআইনি ভাবে অনুপ্রবেশ সত্ত্বেও হরজিন্দরকে লাইসেন্স দেওয়া হল? প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন। ক্যালিফর্নিয়ার গভর্নর অফিস থেকে পাল্টা জানানো হয়েছে, ট্রাম্পের নিয়ন্ত্রণাধীন ফেডেরাল সরকার ওই ট্রাকচালককে কাজের অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে বিতর্কের পারদ চড়ছিল। তার মাঝেই বিদেশি ট্রাকচালকদের ভিসা দেওয়া স্থগিত করল হোয়াইট হাউস।