(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প এবং শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।
ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজেই এই ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, দুই দেশের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক এবং যুযুধান দু’দেশের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন।
বুধবার হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত এবং দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটা ভীষণ ভয়াবহ।” তার পরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি উভয়কে (ভারত এবং পাকিস্তান) নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভাল করে জানি। আমি চাই তারা থামুক। আশা করি তারা এখন থামতে পারবে।”
এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানান ট্রাম্প। বলেন, “দুই দেশের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে। যদি আমি কোনও সাহায্য করতে পারি, তবে আমি তা করব।” এর আগে ট্রাম্প আশাপ্রকাশ করেছিলেন যে, দ্রুত এই সংঘাত থামবে। বলেছিলেন, “আমার আশা খুব দ্রুত এটা থামবে।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটি। দু’দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এখনও পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে এ বার মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প।