X Not Working

এক্সে হচ্ছে না পোস্ট, মিলছে না বার্তাও! ব্যবহারকারীদের অভিযোগ নিয়ে এখনও নীরব মাস্কের সংস্থা

‘ডাউনডিটেক্টর’-এ এখন পর্যন্ত ২,১০০ অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। যদিও ইলন মাস্কের সংস্থা এখন পর্যন্ত এই অভিযোগ নিয়ে মুখ খোলেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:১৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক্স (সাবেক টুইটার)-এ ‘বিভ্রাট’!

Advertisement

ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে এক্স প্লাটফর্মে ব্যবহারকারীরা পোস্ট দিতে পারছেন না বলে অভিযোগ। তাঁরা কোনও বার্তাও পাচ্ছেন না। ভারতের পাশাপাশি আমেরিকা-সহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই সমস্যার মুখে পড়েছেন। ‘ডাউনডিটেক্টর’-এ এখন পর্যন্ত ২,১০০ অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। যদিও ইলন মাস্কের সংস্থা এখন পর্যন্ত এই অভিযোগ নিয়ে মুখ খোলেনি।

ব্যবহারকারীদের অভিযোগ, গত বৃহস্পতিবার, ২২ মে থেকে এই সমস্যা শুরু হয়েছে এক্সে। অনেক সময়েই তাঁরা কোনও ‘কনটেন্ট’ পোস্ট করতে পারছেন না। সময় মতো বার্তাও আসছে না। কারও অভিযোগ, এক্সে লগইন-ই করতে পারছেন না। শনিবার সন্ধ্যায় (ভারতীয় সময়) সমস্যা আরও গুরুতর হয়। আমেরিকায় তত ক্ষণে (শনিবার সকাল) প্রায় ২৫ হাজার ব্যবহারকারী সমাজমাধ্যমে এই ‘বিভ্রাট’ নিয়ে অভিযোগ করেন।

Advertisement

এর আগে এক্সের ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এই সমস্যার কথা স্বীকার করা হয়েছিল। জানানো হয়েছিল যে, কিছু ব্যবহারকারীর সমস্যা নিয়ে তারা অবহিত। এই নিয়ে কাজ চলছিল বলেও জানানো হয়। যদিও শনিবার সন্ধ্যায় যে ‘বিভ্রাট’ হয়, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি মাস্কের সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement