National news

মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার আইএস জঙ্গি

দেশে আইএস নেটওয়ার্ক ছড়াতে এসেছিল ওই যুবক। তার নাম আবু জায়েদ। রবিবার উত্তরপ্রদেশ এটিএস তাকে গ্রেফতার করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৭ ১৪:৫২
Share:

ধৃত আবু জায়েদ। ছবি: টুইটার।

সন্দেহ ছিল। তাই গতিবিধির উপর নজরও রেখেছিল সন্ত্রাসদমন শাখার অফিসারেরা। শনিবার মুম্বই বিমানবন্দর পা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার হয় ওই আইএস জঙ্গি। উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) তাকে গ্রেফতার করে।

Advertisement

উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম আবু জায়েদ। উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা আবু এখন সৌদির রিয়াধে থাকে। সেখান থেকেই সে ভারতে আইএস নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। তার নিয়ন্ত্রনাধীনে পশ্চিম উত্তরপ্রদেশের কয়েকজন যুবকও আইএসে যোগ দিয়েছে বলে খবর রয়েছে এটিএস অফিসারদের কাছে। মগজধোলাই করে এবং বিলাসবহুল জীবনের লোভ দেখিয়ে ওই যুবকদের সে সৌদিতে নিয়ে যায়।

আরও পড়ুন: চাকরি দিন, না হলে গদি ছাড়ুন, মোদীকে আক্রমণ রাহুলের

Advertisement

চলতি বছরের এপ্রিলে উত্তরপ্রদেশ থেকে ৪ জন আইএস জঙ্গিকে গ্রেফতার করে এটিএস। গ্রেফতার হওয়া জঙ্গিদের মোবাইল থেকেই আবুর কথা জানতে পারেন সন্ত্রাসদমন শাখার অফিসারেরা। তারপর থেকেই তার খোঁজ শুরু হয়। উত্তরপ্রদেশের এক পুলিশকর্তা আনন্দ কুমার জানান, গ্রেফতার হওয়া এই ৪ জঙ্গি ভারতে নাশকতার ছক কষেছিল। আর আবু সেই কাজে তাদের সাহায্য করছিল।

আবু যে আইএসের কাজ নিয়ে দেশে ফিরবে আগে থেকেই খবর ছিল এটিএসের কাছে। ওই দিন বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন