— প্রতীকী চিত্র।
উত্তরপ্রদেশের বিজেপির ব্রাহ্মণ বিধায়ক ও বিধান পরিষদের সদস্যদের আলাদা করে বৈঠক নিয়ে ফের সতর্ক করলেন দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি পঙ্কজ চৌধরি। ওই বৈঠকের পরে বৃহস্পতিবার রাতেই তিনি দলের নেতাদের বার্তা পাঠিয়েসতর্ক করেছিলেন। যদিও সূত্রের খবর, ফের বিজেপির ব্রাহ্মণ নেতাদের বৈঠক হতে পারে।
আজ পঙ্কজ প্রকাশ্যেই বলেছেন, বিজেপি সমাজের সব শ্রেণির দল। সেখানে শুধু একটি জাতের ভিত্তিতে আলাদা বৈঠক হওয়া বাঞ্ছনীয় নয়। এর পুনরাবৃত্তি যাতে না হয়, তা নিয়ে দলের নেতাদের সতর্ক করা হয়েছে। বিজেপির সমর্থকরাই শনিবার দিনভর এক্স সমাজমাধ্যমে ‘#বিজেপি হেটস ব্রাহ্মণস’ বলে টুইট করেছেন। এমনিতেই ঠাকুর সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জমানায় রাজ্যের ব্রাহ্মণ সমাজ তথা নেতাদের ক্ষোভ ছিল। তার পরে কুর্মি সমাজের পঙ্কজ চৌধরিকে বিজেপি সভাপতি করায় ক্ষোভ বেড়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে